বগুড়ার সোনাতলা উপজেলায় জামায়াতে ইসলামীর এক কর্মীর বাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ এবং নির্বাচনী প্রচারণায় বাধা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে আজ সাংবাদিক সম্মেলন করেছে জামায়াতে ইসলামী।
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের প্রধান নির্বাচনী এজেন্ট এডভোকেট মো. শাহীন মিয়া বলেন, গত (২৮ জানুয়ারী) বুধবার দিবাগত রাতে সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামে জামায়াতে ইসলামীর কর্মী আব্দুল্লাহ আল শাফীর বাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাঁর দাবি, এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বগুড়া-১ আসনের বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হুমকি-ধামকি, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনা ঘটছে। সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে তাঁদের এক কর্মীকে গাড়ি থেকে নামিয়ে সমাবেশে যেতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
এডভোকেট মো. শাহীন মিয়ার ভাষ্য, হাটশেরপুর ইউনিয়নের এক নেতা এবং নওদানগায় এলাকার কয়েকজন নেতাকর্মী হত্যার হুমকিও পেয়েছেন। তিনি বলেন, এসব ঘটনা পরিকল্পিতভাবে নির্বাচন ব্যাহত ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নষ্ট করার চেষ্টা। সংবাদ সম্মেলনে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগও করা হয়। লিখিত বক্তব্যে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া ১ আসনের নির্বাচনী সদস্য সচিব ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, উপজেলা শাখার আমির ফজলুল করিম, নায়েবে আমির অধ্যক্ষ নুরুল ইসলাম, নির্বাচনী সদস্য সচিব এ এম এম শহিদুল হক, জোড়গাছা ইউনিয়ন ওয়ার্ড সভাপতি আব্দুল শাফি।
আজকালের খবর/ এমকে