বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী শীত উৎসব ১৪৩২ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এই উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্যের সহধর্মিনী মোছা. মাহমুদা আক্তার।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, বাঙালির চিরায়ত লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। শীত উৎসব আমাদের কৃষ্টি ও ঐতিহ্যের সাথে শিক্ষার্থীদের সংযোগ ঘটায়।
তিনি বলেন, এ ধরনের উৎসবের মাধ্যমে ক্যাম্পাসে সৌহার্দ্য ও সাংস্কৃতিক মেলবন্ধন আরও সুদৃঢ় হবে।
উদ্বোধন শেষে শীত উৎসবে বিভিন্ন অঞ্চলের পিঠা-পুলির স্টল পরিদর্শন করেন উপাচার্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। ২৯ ও ৩০ জানুয়ারি দুই দিনব্যাপী অনুষ্ঠিত শীত উৎসবের সাংস্কৃতিক পরিবেশনায় লোকগান, নৃত্য, কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।