কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে পাহাড়ি দুষ্কৃতকারীদের হাতে অপহৃত ছয়জন বাংলাদেশি কৃষক বিপুল অঙ্কের মুক্তিপণের বিনিময়ে মুক্তি পেয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, অপহৃতদের পরিবারের কাছ থেকে মোট সাত লাখ টাকা মুক্তিপণ আদায়ের পর বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় হোয়াইক্যং ও বাহারছড়া সংলগ্ন তলাজুরি পাহাড়ি একটি ছড়ায় তাদের ছেড়ে দেয় অপহরণকারী চক্র।
মুক্তিপণে ফিরে আসা ব্যক্তিরা হলেন, হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার এলাকার বাসিন্দা সোলতান ফকিরের পুত্র মো. জমির (৬২), এজাহার হোছনের পুত্র মো. আলম (১৮), শামশুল আলমের পুত্র জাহেদ হোছন ওরফে মুন্না (৩০), রবিউল আলমের পুত্র মো. শফিউল আলম (১৩) এবং একই ইউনিয়নের কম্বোনিয়া পাড়ার আশ্রয় কেন্দ্র এলাকার মোজাহার মিয়া (৫০) ও তার পুত্র মোস্তাক (১২)।
হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ি নির্জন এলাকায় অপহৃতদের পরিবারের কাছ থেকে মুক্তিপণের টাকা আদায় করা হয়। পরে পাহাড়ি তলাজুরি পানির ছড়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। পাহাড়ি পথ চিনতে পারায় তারা নিজেরাই হেঁটে বাড়িতে ফিরে আসতে সক্ষম হন।
তিনি আরও জানান, ফেরত আসা ভুক্তভোগীরা অপহরণকারী চারজনকে স্থানীয় হিসেবে শনাক্ত করেছেন। তাদের মধ্যে তিনজন বাহারছড়া এলাকার স্থানীয় এবং একজন উপজাতি সম্প্রদায়ের বলে জানিয়েছেন তারা।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার এলাকার আশ্রয় কেন্দ্রের পশ্চিম পাশের পাহাড়ি এলাকায় কৃষিকাজ করার সময় অস্ত্রের মুখে সন্ত্রাসীরা ছয়জন কৃষককে অপহরণ করে নিয়ে যায়। পরে পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়।
সর্বশেষ, পাহাড়ি এলাকায় একের পর এক অপহরণের ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। মুক্তিপণে ফিরে এলেও নিরাপত্তাহীনতা কাটছে না বলে অভিযোগ তাদের। অপহরণকারী চক্রকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আজকালের খবর/ এমকে