সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগের পর এবার দেশের উত্তরাঞ্চলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি প্রচারাভিযান শুরু হচ্ছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন বৃহস্পতিবার দুপুরে রাজশাহী যাবেন তারেক রহমান। এর মধ্য দিয়ে তার তিন দিনের সফর শুরু হবে।
বেলা ২টায় রাজশাহী মাদ্রাসা মাঠ নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর বিকাল সাড়ে ৫টায় নওগাঁর এটিম মাঠে এবং রাত সাড়ে ৭টায় বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে ধানের শীষে ভোট চাইবেন।
দীর্ঘ ১৯ বছর পর বগুড়া সফরে পৈতৃক ভিটা গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে জিয়াবাড়িতেও যাওয়ার কথা রয়েছে তার।
শুক্রবার রংপুরে যাবেন তারেক রহমান। বিকালে তিনটা ৪৫ মিনিটে পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। সাড়ে ৪টায় রংপুর ঈদগাহ মাঠে জনসভায় অংশ নেবেন।
এরপর শনিবার বেলা ২টায় বিসিক শিল্প পার্কে, ৪টায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভায় বক্তৃতা দেবেন বিএনপি চেয়ারম্যান।
এই সফরে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন বগুড়ায় চার তারকা হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন তারেক রহমান।
২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন তারেক। এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে এবং ২৭ জানুয়ারি ময়মনসিংহ থেকে নির্বাচনি প্রচার চালিয়ে তিনি সড়কপথে ঢাকা আসেন।
এ পর্যন্ত ১৬টি নির্বাচনী জনসভা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসব জনসভায় দলীয় নেতাকর্মীসহ সাধারন মানুষের ঢল নামে। কয়েকটি জনসভায় তারেক রহমানের পৌছাতে ৩ থেকে ৫ ঘণ্টা বিলম্ব হলেও কর্মী-সমর্থকরা গভীর রাত পর্যন্ত বিএনপি চেয়ারম্যানের অপেক্ষায় বসে ছিলেন।
আজকালের খবর/ এমকে