কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাহারছড়া ইউনিয়নের পূর্ব জুম্মাপাড়া পাহাড়ি এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জানা যায়, এর আগের দিন বুধবার রাতেও একই এলাকায় প্রায় ২০ থেকে ৩০ রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।
স্থানীয় সূত্র জানায়, জুম্মাপাড়া পাহাড়ি এলাকায় সক্রিয় অপহরণকারী ও মানবপাচার চক্রের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই এ ধরনের গোলাগুলির ঘটনা ঘটে। এসব ঘটনা নতুন নয় হলেও প্রতিবারই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। স্থানীয়রা অভিযোগ করেন, বারবার এমন ঘটনা ঘটলেও কার্যকর কোনো সমাধান মিলছে না।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইলিয়াস বলেন, আজ সন্ধ্যায় জুম্মাপাড়া এলাকার পূর্ব পাহাড়ে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময় হয়েছে। এর আগের দিন সন্ধ্যাতেও একই ধরনের ঘটনা ঘটেছে। আমার এলাকার মানুষ এখন চরম আতঙ্কে রয়েছে।
এ বিষয়ে বাহারছড়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানান, সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
স্থানীয়দের আশঙ্কা, এভাবে যদি পাহাড়ি এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা চলতে থাকে, তবে আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় বড় ধরনের সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে।