গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন মডেল-এর উদ্যোগে দুই দিনব্যাপী ৬১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বুধবার ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলী শেখ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, সাবেক অধ্যক্ষ প্রফেসর হারুনর রশিদ হাজরা, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আনোয়ার হোসেন, সাবেক সহযোগী অধ্যাপক আব্দুল হালিম মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাফুজা বেগম, এডভোকেট খলিলুর রহমান ও ইঞ্জিনিয়ার গাজী কামরুল।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ লিয়াকত আলী লেবু, প্রধান শিক্ষক সুরেশ দাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
আজকালের খবর/ এমকে