পঞ্চগড় জেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার শেষ হয়েছে। পঞ্চগড় সার্কিট হাউস মিলনায়তনে ওই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।
এ সময় পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক গোলাম মোর্শেদ, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি বাংলাভিশন ও কালবেলার প্রতিনিধি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ টিভির জেলা প্রতিনিধি সরকার হায়দার উপস্থিত ছিলেন। দুইদিন ব্যাপী কর্মশালায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ের বিভিন্ন সেশনে সংবাদকর্মীদের প্রশিক্ষণ প্রদান করেন এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়ামুল আযীয সাদেক, স্বাধীন মিডিয়ার সম্পাদক, ফ্রিল্যান্স সাংবাদিক শারমীন রিনভী এবং পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ। ওই প্রশিক্ষণ কর্মশালায় পঞ্চগড়ের ৫০ জন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশ নিচ্ছে।