শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬
সিলেটে জমে উঠেছে নির্বাচনের প্রচারণা
পাভেল, সিলেট ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৬:৫৬ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ১৩ দিন বাকি। সময় যত ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে নির্বাচনের আমেজ। সিলেট বিভাগের ছয়টি সংসদীয় আসনে এখন সরব নির্বাচনী মাঠ। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি ও এনসিপির প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে সমর্থন চাইছেন, ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের নেতাকর্মীরা।

দিন-দুপুর কিংবা সন্ধ্যা—সময় বলে কিছু নেই। প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলছেন, কুশল বিনিময় করছেন, তুলে ধরছেন নিজেদের প্রতিশ্রুতি ও কর্মপরিকল্পনা। বিশেষ করে ঘরে ঘরে গিয়ে মা-বোনদের উদ্দেশে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছেন—‘আমাদেরকে ভোটটা দিয়েন’। কোথাও উঠান বৈঠক, কোথাও পথসভা—সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ।
প্রচারণার অংশ হিসেবে প্রার্থীরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন লিফলেট, বিলি করছেন প্রচারপত্র। গাঢ় জড়ানো গাম, উষ্ণ করমর্দন আর সালামের মাধ্যমে ভোটারদের সঙ্গে গড়ে তুলছেন ব্যক্তিগত সম্পর্ক। প্রার্থী ও নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাসে মুখর পুরো এলাকা।

দীর্ঘ ১৬ বছর পর এমন দৃশ্য আবারও চোখে পড়ছে রাজপথে ও অলিগলিতে। অনেক ভোটারের ভাষ্য, অতীতের আওয়ামী লীগ সরকার আমলে এমন খোলামেলা ও প্রাণবন্ত নির্বাচনী প্রচারণা দেখা গেলেও সকল রাজনৈতিক দলের দেখা যায়নি। এবারের নির্বাচনে তাই ভোটারদের মধ্যেও তৈরি হয়েছে নতুন প্রত্যাশা ও আগ্রহ।

সব মিলিয়ে সিলেটের ছয়টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বইছে উৎসবের হাওয়া। শেষ মুহূর্তের প্রচারণায় কে কতটা ভোটারের মন জয় করতে পারেন, সেদিকেই এখন তাকিয়ে পুরো এলাকা।

সিলেট জেলার ছয়টি আসনের মধ্যে সর্বাধিক আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সিলেট-১ আসনে। এছাড়া সিলেট-৩ আসনে ছয়জন, সিলেট-২, সিলেট-৪ ও সিলেট-৬ আসনে পাঁচজন করে এবং সিলেট-৫ আসনে চারজন প্রার্থী রয়েছেন ভোটযুদ্ধে।

সিলেট ১ আসনে বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির (ধানের শীষ) ও জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমান (দাঁড়িপাল্লা) প্রচারণায় এগিয়ে আছেন। খন্দকার আব্দুল মুক্তাদির সকাল থেকে রাত পর্যন্ত উঠান বৈঠক, জনসভা ও গণসংযোগে ব্যস্ত। মাওলানা হাবিবুর রহমানের প্রচারণাও চলছে জোরেশোরে।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান (হাতপাখা), গণঅধিকার পরিষদের আকমল হোসেন (ট্রাক), বাসদের প্রণব জ্যোতি পাল (মই), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন (কাস্তে), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামীম মিয়া (আপেল) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) থেকে সঞ্চয় কান্ত দাস (কাঁচি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিলেট-২ আসনে পাঁচ প্রার্থীর মধ্যে বিএনপির তাহসিনা রুশদীর লুনা (ধানের শীষ) প্রচারণায় এগিয়ে আছেন। জামায়াত জোটের খেলাফত মজলিসের মুনতাহির আলী (দেওয়াল ঘড়ি) মাঠ চষে বেড়াচ্ছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমির উদ্দিন (হাতপাখা), জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল) ও গণফোরামের মো. মুজিবুল হক (উদীয়মান সূর্য) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিলেট-৩ আসনে ছয় প্রার্থীর মধ্যে বিএনপির মোহাম্মদ আব্দুল মালিক (ধানের শীষ), জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান (লাঙ্গল) ও খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু (রিকশা) প্রচারণায় এগিয়ে। আব্দুল মালিক সবার আগে মাঠে নামেন, তার স্ত্রীও প্রচারণায় সক্রিয়। মুসলেহ উদ্দিন রাজুর পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। অন্য দুই স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা চৌধুরী (ফুটবল) ও মইনুল বকর (কম্পিউটার) ভোটযুদ্ধে অবতীর্ণ।

সিলেট-৪ আসনে জামায়াতে ইসলামীর মো. জয়নাল আবেদীন (দাঁড়িপাল্লা) দীর্ঘদিন ধরে ভোটের মাঠে সক্রিয়। দেরিতে মাঠে নামলেও বিএনপির আরিফুল হক চৌধুরী (ধানের শীষ) বিরামহীন প্রচারণা চালাচ্ছেন। তার সঙ্গে স্ত্রী ও সন্তানরাও প্রচারণায় অংশ নিচ্ছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা জাহিদ আহমেদ (হাতপাখা), গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম (ট্রাক) ও জাতীয় পার্টির মোহাম্মদ মজিবুর রহমান (লাঙ্গল) ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।

সিলেট-৫ আসনে চার প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ (চাকসু মামুন) ফুটবল প্রতীক নিয়ে সবার নজর কেড়েছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্লান্তিহীন প্রচার চালাচ্ছেন তিনি। এছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা উবায়দুল্লাহ ফারুক (খেজুর গাছ), খেলাফত মজলিসের মোহাম্মদ আব্দুল হাসান (দেওয়াল ঘড়ি) ও বাংলাদেশ মুসলিম লীগের মো. বিল্লাল উদ্দিন (হারিকেন) প্রচারণায় রয়েছেন।

সিলেট-৬ আসনে পাঁচ প্রার্থীর মধ্যে বিএনপির অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী (ধানের শীষ) ও জামায়াতে ইসলামীর মোহাম্মদ সেলিম উদ্দিন (দাঁড়িপাল্লা) প্রচারণায় এগিয়ে। সকাল থেকে রাত পর্যন্ত নানা কর্মসূচিতে অংশ নিতে দেখা যাচ্ছে তাদের। জোরালো প্রচারণায় নেমেছেন স্বতন্ত্র প্রার্থী জমিয়তের মো. ফখরুল ইসলাম (হেলিকপ্টার)। সাধ্যমতো প্রচার চালাচ্ছেন গণঅধিকার পরিষদের জহিদুর রহমান (ট্রাক) ও জাতীয় পার্টির মোহাম্মদ আবদুন নূর (লাঙ্গল)।

বিএনপি সমর্থক সাঈদ হোসেন বলেন, প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত। জীবনের প্রথম ভোটটি আমি ধানের শীষ প্রতীকে দিতে চাই। কারণ বিএনপি দেশের গরিব ও দুঃখী মানুষের কষ্ট বোঝে। আমি বিশ্বাস করি, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শিক্ষা বিস্তারের মাধ্যমে নতুন প্রজন্মকে আলোকিত করবে এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে।

জামায়াতের সমর্থক জিয়াউর রহমান বলেন, এ দেশ একটি ইসলামী দেশ, আর এ দেশের মানুষ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। তাই ধর্মপ্রাণ জনগণ ১২ তারিখের অপেক্ষায় রয়েছে—দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য। সিলেটের মানুষ এবার পরিবর্তন চায় এবং সিলেটকে নেতৃত্বের আসনে দেখতে চায়। ইনশাআল্লাহ, এবারের নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় হবে এবং ইসলামী আদর্শের জয় নিশ্চিত হবে।


আজকালের খবর/কাওছার








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
মাসে আড়াই হাজার টাকার সহায়তা, ‘ফ্যামিলি কার্ড’র বিস্তারিত তুলে ধরলেন তারেক রহমান
বগুড়ার সোনাতলায় জামায়াত কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ
সোনাতলায় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ
টেকনাফে অপহৃত ছয় কৃষক ফিরেছে বিপুল অঙ্কের মুক্তিপণে
কোটালীপাড়ায় ৬১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দুবাই গালফ ফুড ফেয়ারে দেশবন্ধু গ্রুপ
পঞ্চগড়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ সমাপ্ত
অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি
বিক্ষোভকারীদের সরিয়ে নিলেন সারজিস
বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল ওয়াসেক আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft