বুধবার ১ অক্টোবর ২০২৫
ভাঙছে কিডম্যান-আরবানের সংসার
আনন্দমেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৬:৪১ পিএম
১৯ বছরের দাম্পত্য জীবনের পর আলাদা হয়ে যাচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান ও চারবারের গ্র্যামিজয়ী সঙ্গীতশিল্পী কিথ আরবান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

প্রথমে টিএমজেড এ খবর প্রকাশ করে জানায়, কয়েক মাস ধরেই নিকোল ও আরবান আলাদা থাকছিলেন। নিকোল কিডম্যান নাকি এই বিচ্ছেদ চান না। তবে তাদের সম্পর্ক ভাঙনের কারণ স্পষ্ট জানা যায়নি।

প্রায় দুই দশকের সম্পর্কের পথে উত্থান-পতনের সাক্ষী হয়েছেন এই দম্পতি। ক্যারিয়ারে বড় বড় পুরস্কার জেতা থেকে শুরু করে রেড কার্পেটে একে অপরকে সমর্থন-সবসময়ই আলোচনায় থেকেছেন তারা।

৫৮ বছর বয়সী কিডম্যান ও ৫৭ বছর বয়সী আরবান প্রথম পরিচয় হন ২০০৫ সালে লস অ্যাঞ্জেলেসের একটি গালা অনুষ্ঠানে। এক বছরের মাথায় বাগদান হয়; ২০০৬ সালের জুনে সিডনিতে বিয়ে করেন তারা।  তাদের ঘরে রয়েছে সানডে রোজ (১৭) এবং ফেইথ মার্গারেট (১৪) নামের দুই কন্যাসন্তান রয়েছে।

দাম্পত্য জীবনের শুরুর দিকেই কিথ আরবানের মদ্যপানের সমস্যায় হস্তক্ষেপ করেছিলেন কিডম্যান, যার ফলে গায়ক পুনর্বাসন কেন্দ্রে যান।

২০১০ সালে ‘দ্য অপরা উইনফ্রে’ শো-তে আরবান বলেন, ‘সবকিছুই যেন সেই মুহূর্তের জন্য তৈরি হয়েছিল, যা আমাদের বন্ধনকে আরও শক্ত করে। নিকোল আমার জীবনে অসংখ্য ইতিবাচক পরিবর্তন এনেছে।’

এ বছরের জুন মাসে ন্যাশভিলের একটি ফুটবল ম্যাচে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। মে মাসে অ্যাকাডেমি অব কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে কিথ আরবানকে সম্মান জানানো হলে নিকোলও তার পাশে ছিলেন। সেখানে তাদের ভালোবাসায় ভরা মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছিল।

নিকোল কিডম্যান এর আগে হলিউড অভিনেতা টম ক্রুজকে বিয়ে করেছিলেন। তাদের সম্পর্ক টিকেছিল এক দশকেরও বেশি। তারা দুটি সন্তানের অভিভাবক। তবে ২০০১ সালে সেই দাম্পত্যের ইতি ঘটে। পরে ২০০৬ সালে কিথ আরবানকে বিয়ে করেন নিকোল কিডম্যান।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’
পেকুয়ায় শহীদ ওয়াসিম ক্রিকেট সিরিজের উদ্বোধন
মার্চ-এপ্রিলে পে-স্কেল কার্যকর হলে বেতন বাড়বে যে হারে
সুমুদ ফ্লোটিলা বহরের দুই জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন আসিফ আকবর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব
চট্টগ্রাম শহরকে নান্দনিক শহর হিসেবে গড়ে তোলা রিহ্যাব সদস্যদের পক্ষেই সম্ভব
কুকিং অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে যোগ দিলেন হাসিনা আনছার
ময়মনসিংহে পূজা দেখতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী
প্রকাশিত সংবাদের প্রতিবাদ, প্রতিবেদকের বক্তব্য
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft