প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১২:৩৫ এএম
গেল বছর ‘মাইলস’ ব্যান্ডের মানাম আহমেদের সুর ও সংগীতে ‘চাঁদনী রাইতে’ শিরোনামে একটি গান প্রকাশ করেন কণ্ঠশিল্পী সাঈদা শম্পা। শ্রোতাদের কাছ থেকে গানটির জন্য তিনি বেশ প্রশংসা পেয়েছেন।
দ্বিতীয়বারের মতো মানাম আহমেদের সুর সংগীতে নতুন গান নিয়ে এলেন সাঈদা শম্পা।
সম্প্রতি তিনি প্রকাশ করেছেন ‘তুমি না আসলে কাছে’ শিরোনামের একটি গানের ভিডিও। গানটি লিখেছেন গোলাম মোর্শেদ। ‘গান জানালার’ ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ হয়েছে।
গানটি সৃষ্টির পেছনের গল্প নিয়ে সাঈদা শম্পা বলেন, মাস দুয়েক আগে ব্যান্ড ‘মাইলস’ আমেরিকার হিউস্টন শহরে সফরে আসেন। আসার আগে মানাম আহমেদ আমাকে জানান। এখানেই আমার জন্য তিনি গানটির সুর ও সংগীতপরিচালনা করেন। আমার হোম স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিয়েছি।
তিনি আরো বলেন ‘গোলাম মোর্শেদ ভাইকে ধন্যবাদ বাংলাদেশ থেকে আমার জন্য এত সুন্দর একটি লিরিক লিখে পাঠানোর জন্য।’
উল্লেখ্য, সাঈদা শম্পা নিয়মিত নতুন নতুন গান প্রকাশ করছেন। এরমধ্যে বাপ্পা মজুমদার, নচিকেতা চক্রবর্তী ও ফেরদৌস ওয়াহীদসহ আরো অনেকের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
আজকালের খবর/আরইউ