প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৮:১২ পিএম

পেকুয়ায় অনুর্ধ্ব-১৪,১৬ শহীদ ওয়াসিম দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকালে শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে পেকুয়া ক্রিকেট স্কুলের আয়োজনে লক্ষীপুর জেলা ও পেকুয়া উপজেলার মধ্যে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
পেকুয়া স্পোটিং ক্লাব, আনাবিয়া এন্টারপ্রাইজের সহযোগিতায় উক্ত খেলার স্পন্সর ছিলেন হাজী নাজেম রেস্টুরেন্ট ও আদর ডাইন। উক্ত ক্রিকেট টীম ৪ দিনে ২টি খেলা অনুষ্ঠিত হবে।
অতিথি ছিলেন পেকুয়া সদরের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর সভাপতি সাহেদুল ইসলাম, পেকুয়া প্রকল্প বাস্তবায়ন অফিসের জিয়াবুল হক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিসিবির লক্ষীপুর জেলা কোচ ও বিসিবির গেইম ডেভলপমেন্ট মনির হোসেন, পেকুয়া ক্রিকেট স্কুলের কোচ আমির আবদুল্লাহ, সহকারী ছিলেন রাশেদুল ইসলাম, মোহাম্মদ তারেক প্রমুখ।
ইউপি সদস্য সাহেদুল ইসলাম উভয় ক্রিকেট টীমকে শুভেচ্ছা জানান। শহীদ জিয়াউর রহমান কলেজের কাঁদাযুক্ত মাঠকে আরো উন্নত করে ক্রীড়া উপযোগী করার জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান।
তিনি আরো বলেন, পেকুয়া ক্রীড়া কমপ্লেক্স দীর্ঘদিন অবহেলিত ছিল। সেখান থেকে সেনাবাহিনীকে সরিয়ে দিয়ে খেলার মাঠকে আরো উন্নত করে খেলার জন্য উম্মুক্ত করা, খেলার মাঠে নলকুপের ব্যবস্থা করার জন্য প্রশাসনের নিকট দাবি জানান।
আজকালের খবর/ওআর