বুধবার ১ অক্টোবর ২০২৫
প্রকাশিত সংবাদের প্রতিবাদ, প্রতিবেদকের বক্তব্য
রবিউল আলম, ইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৬:১৬ পিএম
‘তলাবিহীন ঝুড়ি ইবির আবাসিক হল, ২ লক্ষ ৮৫ হাজার কার ঘাড়ে?’ শিরোনামে ‘দৈনিক আজকালের খবর’ অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন অভিযুক্ত সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ.বি.এম. জাকির হোসেন।

প্রতিবাদলিপিতে বলা হয়, আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ.বি.এম. জাকির হোসেন। আমি ২০২৩ সালের ১৫ মে থেকে ২০২৫ সালের ১৪ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্বে ছিলাম। আমার এই প্রভোস্ট থাকাকালীন সময়ের হিসাব নিয়ে সম্প্রতি দৈনিক আজকালের খবরে ‘তলাবিহীন ঝুড়ি ইবির আবাসিক হল, ২ লক্ষ ৮৫ হাজার কার ঘাড়ে?’ এই শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়। যেটি সম্পূর্ণভাবে যাচাই-বাছাই না করেই আমার বিরুদ্ধে মনগড়া অভিযোগ লিখেছে। এছাড়াও ১ লক্ষ ৬৯ হাজার টাকার হিসেব পাননি বর্তমান প্রভোস্ট এই বিষয়টিও নিউজে উল্লেখ্য রয়েছে যেটির সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। প্রকৃত অবস্থা হলো, আমি হল থেকে দায়িত্ব ছাড়ার পর বর্তমান হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজীকে সব হিসেব-নিকাশ বারবার বসে বুঝিয়ে দিয়েছি। যেখানে সাবেক হিসাব পরিচালক শেখ জাকির হোসেন এবং উপ-হিসাব পরিচালক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। যেখানে বর্তমান প্রভোস্ট সব হিসাবের ব্যাপারে অবগত হয়েছেন। যেখানে বকেয়া বাদে তার কোন অভিযোগ ছিল না। 

তিনি আরও উল্লেখ করেন, আমার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার জীবনে বিন্দু পরিমাণ ইমেজ ক্ষুণ্ণ হয়নি, সেই ক্লিন ইমেজ কলঙ্কিত করতে ও আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য একটি মহলের প্ররোচণায় এমন নিউজ হয়েছে বলে আমি মনে করি। উক্ত নিউজের ফলে আমার যথেষ্ট সম্মানের হানি হয়েছে এবং এ বিষয়ে দৈনিক আজকালের খবর কর্তৃপক্ষের যথাযোগ্য পদক্ষেপের জন্য বিনীতভাবে অনুরোধ করছি।

প্রতিবেদকের বক্তব্য: 

হল কর্তৃপক্ষ, হল সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীদের অভিযোগের ভাষ্য এবং সর্বশেষ হলের চূড়ান্ত হিসেবের লিখিত তথ্য নিয়ে ইবি ‘শহীদ জিয়াউর রহমান’ আবাসিক হলের সার্বিক বিষয়ে প্রতিবেদনটি করা হয়েছে। শিরোনামে কোনো ব্যক্তিকে নির্দেশ করে ইচ্ছাকৃতভাবে প্রতিবেদনটি করা হয়নি। সংশ্লিষ্ট বক্তব্য ও ডকুমেন্টস আজকালের খবর প্রতিবেদকের কাছে নিরাপত্তার স্বার্থে সংরক্ষিত রয়েছে।

হলে আগে কিভাবে কর্মকর্তারা ভাগবাটোয়ারা বা অনিয়ম করতো তা স্বীকার করে প্রতিবেদকের কাছে ব্যাখ্যা দিয়েছিলেন, সেই ৩২ মিনিটের অডিও রেকর্ড প্রতিবেদকের হাতে রয়েছে। নিরাপত্তার স্বার্থে সব কিছু প্রকাশিত হয়নি।  

শিরোনামে উল্লেখিত বকেয়ার বিষয়টি লিখিত ডকুমেন্টস এবং ভুক্তভোগীদের বক্তব্য রয়েছে। মূলত বর্তমান প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী দায়িত্ব গ্রহণের ৪ মাস হলেও সাবেক প্রভোস্ট বুঝিয়ে দেননি। সম্প্রতি আর্থিক আয়-ব্যয় হিসেবের ডকুমেন্টস হস্তান্তর করা হলে সাবেক প্রভোস্টের দায়িত্বপালনকালে ২ লাখ ৮৫ হাজার টাকা বকেয়া রেখে যান। পাওয়ানাদারগণ বর্তমান প্রভোস্টের কাছে গেলে সাবেক প্রভোস্টকে এবং সাবেক প্রভোস্টের কাছে গেলে বর্তমান প্রভোস্টকে দেখিয়ে দেয়। এজন্য উল্লেখিত বকেয়া টাকাগুলো ‘কার ঘাড়ে?’ মোটিভ নিয়ে প্রতিবেদনটি করা হয়েছে। 

অভিযুক্ত শিক্ষক রাজনৈতিকভাবে হেয় বা উদ্দেশ্য প্রণোদিত কিভাবে প্রকাশিত নিউজে খুঁজে পেল বোধগম্য নয়। অথচ প্রকাশিত নিউজে অভিযুক্ত শিক্ষকের রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয়নি, যদিও বিএনপিপন্থী শিক্ষক ছিলেন তিনি। 

অভিযুক্ত শিক্ষক (সাবেক প্রভোস্ট) দায়িত্ব পালনকালে পূর্বের স্থিতিসহ মোট ৪৫,৮৪,৭০৪ (পঁয়তাল্লিশ লক্ষ চুরাশি হাজার সাতশত চার টাকা) আয় হয়। উক্ত সময়কালীন মোট ব্যয় হয় ৪৫, ৮৩, ৩২৩ (পঁয়তাল্লিশ লক্ষ তিরাশি হাজার তিনশত তেইশ টাকা) এবং ব্যাংকে স্থিতি ছিল ১,৪৮১ (এক হাজার চারশত একাশি টাকা) মাত্র। অত্র হলের সংরক্ষিত ক্যাশ বই ও বিল ভাউচার অনুযায়ী তার সময়কালীন মোট ৪৪,১৪,৮০৯ (চুয়াল্লিশ লক্ষ চৌদ্দ হাজার আটশত ঊনসত্তর) টাকার ব্যয়ের হিসাব পাওয়া গিয়েছে। এক্ষেত্রে মোট আয় ৪৫,৮৪,৭০৪ টাকা এবং মোট ব্যয়ের হিসাব ৪৪,১৪,৮০৯ টাকার হিসেব পাওয়ায় মোট আয় থেকে হিসাব পাওয়া মোট ব্যয়ে বিয়োগ করলে দাঁড়ায় ‘১ লক্ষ ৬৯ হাজার টাকার হিসেব পাওয়া যায়নি।’  অথচ অনুসন্ধান বলছে উক্ত হলে বাৎসরিক আয় গড়ে ২২ থেকে ২৫ লাখ টাকা এবং বড় প্রকল্প না নিলে বাৎসরিক ব্যয় ১৮ থেকে ২০ লাখ টাকা দাঁড়ায়।  

মূলত অবহেলিত হলটির সার্বিক বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে প্রাসঙ্গিক তথ্য হিসেবে ওই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠেছে। তা প্রকাশিত নিউজে উদ্দেশ্যপ্রণোদিত বলে কোনোভাবেই প্রমাণ করে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরপেক্ষ তদন্ত করলে আরও বহু অনিয়ম খুঁজে পাবে বলে নিশ্চয়তা দেন প্রতিবেদক।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
ভারতে প্রধান উপদেষ্টার অসুর রূপ উপস্থাপন অশোভন ও দুঃখজনক: ধর্ম উপদেষ্টা
ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে পরিবর্তন, ক্ষুব্ধ সৌদিসহ আরব দেশগুলো
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’
পেকুয়ায় শহীদ ওয়াসিম ক্রিকেট সিরিজের উদ্বোধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব
প্রকাশিত সংবাদের প্রতিবাদ, প্রতিবেদকের বক্তব্য
২০২৬-এর শুরু থেকেই নতুন পে স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
খুলনায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা
সাংবাদিক মোল্লা ফারুকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft