ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় গারো এক কিশোরী পূজা দেখতে বেরিয়ে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম হারুণ।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগী জানান, সোমবার সকাল ১০টার দিকে পূজা দেখার জন্য মোবাইল ফোনে নবম শ্রেণির ওই কিশোরীকে বাড়ি থেকে ডেকে নেন এক যুবক। সারাদিন পূজা দেখে রাতে তাকে অটোরিকশায় তুলে দেন ওই যুবক।
বাড়ি ফেরার পথে অটোরিকশা চালক নির্জন স্থানে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে দাবি ভুক্তভোগীর। রাত ১১টার দিকে রাস্তার পাশে তাকে ফেলে রেখে চলে যান অটোরিকশা চালক। পরে ভুক্তভোগী বাড়িতে গিয়ে ঘটনাটি জানালে পুলিশের সহায়তা নেন স্বজনরা।
ভুক্তভোগী কিশোরীর মা বলেন, “ওই যুবক আমার মেয়ের পূর্ব পরিচিত। পূজা দেখার জন্য মেয়েকে সে ডেকে নেয়। ফেরার পথে তাকে জোর করে অটোরিকশায় তুলে দিলে এ ঘটনা ঘটে। অটোরিকশা চালক এ ঘটনায় জড়িত। আমরা বিচার চাই।”
ওসি হাফিজুল ইসলাম বলেন, “আপাতত একজনকে আসামি করা হচ্ছে। অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তদন্তে আরও কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে মামলায় অন্তর্ভুক্ত করা হবে।”
আজকালের খবর/ এমকে