প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৩ পিএম

ইতালিয়ান সিনেমার স্বর্ণযুগের অভিনেত্রী ক্লাউডিয়া কার্ডিনালে আর নেই। ফ্রান্সের নেমুরস শহরে ৮৭ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। এসময় অভিনেত্রীর সঙ্গে তার পরিবারের সদস্যরা ছিল। অভিনেত্রীর এজেন্ট লরাঁ স্যাভরি জানিয়েছেন, তিনি আমাদের একজন স্বাধীন ও অনুপ্রাণিত নারী ও শিল্পী হিসেবে স্মৃতি ছেড়ে গেছেন।
ক্লাউডিয়া ১৯৩৮ সালের এপ্রিল মাসে টিউনিসে সিসিলিয়ান পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র ১৬ বছর বয়সে ‘টিউনিসের সবচেয়ে সুন্দর ইতালিয়ান নারী’ খেতাব পান তিনি। প্রথমে তিনি শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখতেন, কিন্তু পরবর্তীতে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন।
তার জীবনের প্রাথমিক সময়টি ছিল চ্যালেঞ্জের। একজন অজানা ব্যক্তির দ্বারা ধর্ষণের শিকার হওয়ার পর তিনি সাত মাসের গর্ভবতী অবস্থায় ছিলেন। পরে লন্ডনে গোপনে সন্তানের জন্ম দেন এবং অনেক বছর তাঁর ছেলে প্যাট্রিককে ছোট ভাই হিসেবে পরিচয় করিয়েছিলেন। তিনি পরবর্তীতে জানিয়েছেন, ছেলের জন্যই নিজের চলচ্চিত্র ক্যারিয়ার গড়ে তুলেছিলেন যাতে স্বাবলম্বী হয়ে বাঁচতে পারেন।
কার্ডিনালের আন্তর্জাতিক খ্যাতি আসে ১৯৬৩ সালে কালজয়ী সিনেমা ‘দ্য লিওপার্ড’ মাধ্যমে। তিনি হলিউডেও সাফল্য পান, ব্লেক এডওয়ার্ডসের ‘পিঙ্ক পার্টনার’ ও সেরজিও লিঅয়েস ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন দ্য ওয়েস্ট’ সিনেমায় অভিনয় করে। তিনি হেনরি ফন্ডা, চার্লস ব্রনসন ও আলেন ডেলনের মতো তারকাদের সঙ্গে অভিনয় করেছেন।
ক্লাউডিয়া কার্ডিনালে জীবনের শেষ দশক পর্যন্ত অভিনয় চালিয়ে গেছেন। ২০২০ সালে সুইস টিভি সিরিজ ব্লুইয়িতে অভিনয় করেছেন। ২০০০ সালে তিনি ইউনেস্কো গুডউইল অ্যাম্বাসেডর হন এবং ২০০২ সালে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পান।
আজকালের খবর/আতে