বুধবার ১ অক্টোবর ২০২৫
চলে গেলেন খলনায়ক শাহজাদ ভোলা
আনন্দমেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৬:৩০ পিএম
পাকিস্তানি চলচ্চিত্র জগতের জনপ্রিয় খলনায়ক ও পরিচালক শাহজাদ ভোলা আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সত্তরোর্ধ এই অভিনেতা মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শাহজাদ ভোলার মৃত্যুতে পাকিস্তানের শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ভক্তদের মধ্যেও তার প্রয়াণে বিষাদের ছায়া। ক্যারিয়ারের শুরু থেকেই খলনায়ক চরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। তাকে অনেকেই ললিউডের ‘আইকনিক ভিলেন’ নামে ডাকতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ডায়াবেটিস ছিল অন্যতম প্রধান সমস্যা। গত দুই মাসে তার শারীরিক অবস্থা অনেকটাই খারাপের দিকে যেতে থাকে। অবশেষে ডায়াবেটিসের কারণে একটি পা কেটে ফেলতে হয়।

এর পর থেকেই তার শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। ফুসফুসে সংক্রমণ ও কিডনি ফেইলিওর মিলিয়ে তার শারীরিক অবস্থা সংকটজনক হয়ে ওঠে। শেষ পর্যন্ত হাসপাতালেই না ফেরার দেশে পাড়ি জমান এই গুণী অভিনেতা।

শাহজাদ ভোলা তার ক্যারিয়ারে অসংখ্য সিনেমা ও টিভি নাটকে অভিনয় করেছেন। বিশেষ করে খলনায়ক চরিত্রে তার স্বতঃস্ফূর্ত ও শক্তিশালী উপস্থিতি তাকে ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছিল। তিনি ছিলেন এমন একজন অভিনেতা, যাকে ভালোবেসে মানুষ ভয় পেত।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
ভারতে প্রধান উপদেষ্টার অসুর রূপ উপস্থাপন অশোভন ও দুঃখজনক: ধর্ম উপদেষ্টা
ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে পরিবর্তন, ক্ষুব্ধ সৌদিসহ আরব দেশগুলো
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’
পেকুয়ায় শহীদ ওয়াসিম ক্রিকেট সিরিজের উদ্বোধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব
প্রকাশিত সংবাদের প্রতিবাদ, প্রতিবেদকের বক্তব্য
২০২৬-এর শুরু থেকেই নতুন পে স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
খুলনায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা
সাংবাদিক মোল্লা ফারুকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft