বুধবার ১ অক্টোবর ২০২৫
প্রশংসায় ভাসছে বাউল শফি মন্ডলের ‘পণ্ডিত হবা’
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৬:৩৯ পিএম
বাংলা গানের ভাণ্ডারে যোগ হলো নতুন এক সৃষ্টি। সম্প্রতি এনিগমা টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে “পণ্ডিত হবা”, আর প্রকাশের পর থেকেই গানটি প্রশংসায় ভাসছে। হৃদয়ছোঁয়া কথা, সুরেলা সঙ্গীত এবং প্রাণময় কণ্ঠে গানটি ইতোমধ্যেই সঙ্গীতপ্রেমীদের মন জয় করেছে।

গানটির কথা লিখেছেন সময়ের অন্যতম সুফী গানের স্রষ্টা ওয়ালিদ হাসান। সুর ও সঙ্গীত করেছেন এ সময়ের আলোচিত সংগীত পরিচালক নাদিম ভূঁইয়া। গেয়েছেন জনপ্রিয় শিল্পী শফি মন্ডল। গানটি প্রযোজনা করেছে এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড।

গান প্রসঙ্গে শিল্পী শফি মন্ডল বলেন, “গানটির কথা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। গাইতে গিয়ে মনে হয়েছে যেন নিজের জীবনেরই কিছু কথা বলে যাচ্ছি।”

অন্যদিকে গীতিকার ওয়ালিদ হাসান জানান, “মানুষের ভেতরের স্বপ্ন, ব্যর্থতা আর জীবনের কঠিন বাস্তবতাকে শব্দে ধরার চেষ্টা করেছি। শ্রোতারা যদি এতে নিজেদের খুঁজে পান, সেটাই হবে আমার সার্থকতা।”

সুরকার নাদিম ভূঁইয়া বলেন, “শ্রোতাদের আবেগকে ছুঁয়ে যাবেএই ভাবনা থেকেই সুর করেছি। শফি মন্ডলের কণ্ঠে গানটি নতুন মাত্রা পেয়েছে।”

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অনেক শ্রোতা বলছেন, “পণ্ডিত হবা” শুধু একটি গান নয়, বরং জীবনের গভীর বাস্তবতার প্রতিচ্ছবি।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’
পেকুয়ায় শহীদ ওয়াসিম ক্রিকেট সিরিজের উদ্বোধন
মার্চ-এপ্রিলে পে-স্কেল কার্যকর হলে বেতন বাড়বে যে হারে
সুমুদ ফ্লোটিলা বহরের দুই জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন আসিফ আকবর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব
চট্টগ্রাম শহরকে নান্দনিক শহর হিসেবে গড়ে তোলা রিহ্যাব সদস্যদের পক্ষেই সম্ভব
কুকিং অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে যোগ দিলেন হাসিনা আনছার
ময়মনসিংহে পূজা দেখতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী
প্রকাশিত সংবাদের প্রতিবাদ, প্রতিবেদকের বক্তব্য
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft