প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৬:৩৯ পিএম

বাংলা গানের ভাণ্ডারে যোগ হলো নতুন এক সৃষ্টি। সম্প্রতি এনিগমা টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে “পণ্ডিত হবা”, আর প্রকাশের পর থেকেই গানটি প্রশংসায় ভাসছে। হৃদয়ছোঁয়া কথা, সুরেলা সঙ্গীত এবং প্রাণময় কণ্ঠে গানটি ইতোমধ্যেই সঙ্গীতপ্রেমীদের মন জয় করেছে।
গানটির কথা লিখেছেন সময়ের অন্যতম সুফী গানের স্রষ্টা ওয়ালিদ হাসান। সুর ও সঙ্গীত করেছেন এ সময়ের আলোচিত সংগীত পরিচালক নাদিম ভূঁইয়া। গেয়েছেন জনপ্রিয় শিল্পী শফি মন্ডল। গানটি প্রযোজনা করেছে এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড।
গান প্রসঙ্গে শিল্পী শফি মন্ডল বলেন, “গানটির কথা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। গাইতে গিয়ে মনে হয়েছে যেন নিজের জীবনেরই কিছু কথা বলে যাচ্ছি।”
অন্যদিকে গীতিকার ওয়ালিদ হাসান জানান, “মানুষের ভেতরের স্বপ্ন, ব্যর্থতা আর জীবনের কঠিন বাস্তবতাকে শব্দে ধরার চেষ্টা করেছি। শ্রোতারা যদি এতে নিজেদের খুঁজে পান, সেটাই হবে আমার সার্থকতা।”
সুরকার নাদিম ভূঁইয়া বলেন, “শ্রোতাদের আবেগকে ছুঁয়ে যাবেএই ভাবনা থেকেই সুর করেছি। শফি মন্ডলের কণ্ঠে গানটি নতুন মাত্রা পেয়েছে।”
ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অনেক শ্রোতা বলছেন, “পণ্ডিত হবা” শুধু একটি গান নয়, বরং জীবনের গভীর বাস্তবতার প্রতিচ্ছবি।
আজকালের খবর/আতে