প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৬:৪৩ পিএম

ছোট ও বড় পর্দার শক্তিমান অভিনেতা ফজলুর রহমান বাবু। এরই মধ্যে ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। তার অভিনীত সিনেমা দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে।
দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নানা রকম চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। তার নাটক-সিনেমা মানেই ভিন্ন রকম চরিত্রে তাকে দেখতে পাওয়া। নিয়মিত নাটক, সিনেমা এবং ওটিটিতে অভিনয় করছেন তিনি। পাশাপাশি কাজ করছেন বিজ্ঞাপনে।
তারই ধারাবাহিকতায় সম্প্রতি এই অভিনেতা কাজ করেছেন ইজিকো টিভি নামের নতুন একটি বিজ্ঞাপনচিত্রে। এটি নির্মাণ করেছেন সময়ের জনপ্রিয় এবং স্টাইলিশ নির্মাতা অনিক বিশ্বাস।
নতুন বিজ্ঞাপনটি নিয়ে এই নির্মাতা বলেন, ‘বাবু ভাই গুণী একজন অভিনেতা। সব মাধ্যমে তার আলাদা একটা গ্রহণযোগ্যতা আছে। তা ছাড়া গল্পের প্রয়োজনেই আমার নতুন এই বিজ্ঞাপনটিতে তাকে নেওয়া। সব মিলিয়ে সবাই ভালো একটি বিজ্ঞাপন পেতে যাচ্ছে।’
ফজলুর রহমান বাবু বলেন, ‘আমি গল্পনির্ভর কাজে মন দিয়েছি। কয়েক বছর ধরে কাজ নিয়ে অনেক বেশি সচেতন। গতানুগতিক ভাবনার বাইরে গিয়ে নতুন এই বিজ্ঞাপনটির নির্মাণের আগ্রহ জানান অনিক। তার পরিকল্পনা যখন আমাকে বলে তখনই বুঝতে পেরেছি ছেলেটি মেধাবী এবং চিন্তাচেতনাও ভালো। যে কারণে কাজটি করা।’
বাবা ছেলের গল্প নিয়ে বিজ্ঞাপনটিতে আরও রয়েছেন শিবলী নোমান ও রাফা নাঈম। সম্প্রতি এর চিত্রায়ণ শেষ হয়েছে। খুব শিগগিরই বিজ্ঞাপনটি টেলিভিশন এবং জিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
আজকালের খবর/আতে