সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
বামনা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৭:১৫ পিএম
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বরগুনার  বামনা উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা। 

রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে নয়টায় বামনা প্রেসক্লাব সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

ঘণ্টাব্যাপী এই প্রতিবাদ কর্মসূচি চলে। দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা প্রভাষক মো. জাকির হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মফস্বল সাংবাদিক ফোরামের বামনা উপজেলা শাখার সভাপতি মো. নাসির মোল্লা, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আবু নাসের গোলাম কিবরিয়া ও দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা মো. হাবিবুর রহমান।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন  উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মো. সাইদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজনু, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মো. ইসমাইল হোসেন জিহাদী, দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. নিজাম উদ্দিন মোল্লা, দৈনিক শেষ কথার উপজেলা প্রতিনিধি হাফেজ মো. আল আমিন।

মানববন্ধনে উপজেলায় কর্মরত সাংবাদিক সিদ্দিকুর রহমান মান্না, মো. কবির শিকদার, দৈনিক জনতার প্রতিনিধি মো. রিয়াজুল ইসলাম, মো. বাসির মোল্লা, ওমর ফারুক সাবু,  নজরুল ইসলাম সহ উপজেলার সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনগণ মানববন্ধনে উপস্থিত থেকে সাংবাদিক হত্যার প্রতিবাদ করেন।

বক্তারা অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার সকল খুনিদের আইনের আওতায় আনা সহ যত দ্রুত সম্ভব বিচারের দাবী জানান। এ ছাড়া সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সরকারকে কঠোরভাবে অপরাধ দমনের অনুরোধ জানান।

আজকালের খবর/আরইউ








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের সীমান্তে বিএসএফের ‘অপারেশন অ্যালার্ট’ জারি
‘পরিবর্তন’ না এলে কোনো দল ক্ষমতায় যেতে পারবে না: নাহিদ
হিট প্রকল্প সম্পর্কিত ইউজিসিতে বৈঠক, অনিয়মের ব্যবস্থা গ্রহণের আশ্বাস
আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার
বাউবি উপাচার্য ড. ওবায়দুল ইসলাম ACU ট্রাস্টি বোর্ডে নির্বাচিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সোনাতলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক
সারজিসের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ
উড়োজাহাজ বানিয়ে আকাশে উড়ালো রাজবাড়ীর ক্ষুদে আবিষ্কারক রাহুল শেখ
মালয়েশিয়ার উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশি শ্রমিকরা: আনোয়ার ইব্রাহিম
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft