প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৮:১৩ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মোহাম্মদ আলমের কবর জিয়ারতের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে।
সংগঠনটির প্রথম কর্মসূচি হিসেবে আজ মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে চট্টগ্রামের দামপাড়াস্থ হযরত গরীবুল্লাহ শাহ মাজার কবরস্থানে শহীদের কবর জিয়ারত করেন তারা।
এসময় শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন তারা। কবর জিয়ারত শেষে হযরত গরীবুল্লাহ শাহ মাজার জিয়ারত করেন নেতা-কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন- যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ এরফানুল হক, আরিফ মঈনুদ্দিন, মো. রাফিসান জানি রিয়াজ, মীর মোহাম্মদ শোয়াইব, মোহাম্মদ সাঈদুর রহমান সহ অন্যান্য নেতা-কর্মীরা।
এসময় যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ এরফানুল হক বলেন, জুলাই শহীদ মোহাম্মদ আলমের কবর জিয়ারতের মাধ্যমে এনসিপি চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির কার্যক্রম শুরু হতে যাচ্ছে, আগামীকাল থেকে আমরা মহানগরের সকল থানা ও ওয়ার্ড গুলোতে সাংগঠনিক কমিটি গঠনের লক্ষ্যে আমাদের কার্যক্রম শুরু করব, আমরা আশা করছি আগামী এক থেকে দুই মাসের মধ্যে আমাদের সকল থানা এবং ওয়ার্ডকমিটি গুলো গঠনের মধ্য দিয়ে চট্টগ্রাম মহানগর এনসিপি'কে একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি প্রদান করতে সক্ষম হব।
এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন- যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন ও মো. রাফিসান জানি।
আজকালের খবর/বিএস