বাউবি উপাচার্য ড. ওবায়দুল ইসলাম ACU ট্রাস্টি বোর্ডে নির্বাচিত
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের উচ্চশিক্ষা পেল নতুন সম্মান
মাজহারুল ইসলাম (কাঞ্চন ),গাজীপুর
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ১১:২৬ পিএম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি)  উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম যুক্তরাজ্যের Charity Commission for England and Wales-এর আওতাধীন Association of Commonwealth Universities (ACU) ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এ গৌরবজনক বোর্ডে তিনি বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে স্থান পেয়ে দেশের উচ্চশিক্ষা খাতে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন।

এর আগে, ১ আগস্ট ২০২৫ তারিখে তাকে এসিইউ-এর কাউন্সিল সদস্য হিসেবে মনোনীত করা হয়। বিশ্বব্যাপী কমনওয়েলথভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিত্বে গঠিত ২১ সদস্যবিশিষ্ট এই ট্রাস্টি বোর্ডে তার অন্তর্ভুক্তি বাংলাদেশের উচ্চশিক্ষা অঙ্গনের জন্য এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রসঙ্গত, ১৯১৩ সালে প্রতিষ্ঠিত এসিইউ বিশ্বের অন্যতম প্রাচীন এবং সম্মানজনক উচ্চশিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সংগঠন। বর্তমানে ৪০০-এরও বেশি কমনওয়েলথভুক্ত বিশ্ববিদ্যালয় এর সদস্য হিসেবে গবেষণা, শিক্ষা সম্প্রসারণ এবং গুণগত মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। ট্রাস্টি বোর্ড ও কাউন্সিল-এই দুটি স্তরে বাংলাদেশি প্রতিনিধিত্ব দেশের উচ্চশিক্ষাকে বিশ্বদরবারে আরও শক্ত ভিত্তিতে উপস্থাপন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই অর্জনের প্রেক্ষিতে ইউকে চ্যারিটি কমিশনের প্রধান নির্বাহী Mr. David Holdsworth অধ্যাপক ড. ওবায়দুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার কৃতি সন্তান অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম জাপান সরকারের মর্যাদাপূর্ণ মনবুশো স্কলারশিপের মাধ্যমে তোয়ামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি Alexander von Humboldt Foundation (জার্মানি), Commonwealth Fellowship (যুক্তরাজ্য) এবং Erasmus Mundus Fellowship (নেদারল্যান্ডস)-এর অধীনে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।

একজন সুপ্রতিষ্ঠিত গবেষক হিসেবে তার ৪০টিরও বেশি গবেষণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে পরিচালনা পর্ষদ, সিন্ডিকেট ও নীতিনির্ধারণী পদে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি, তিনি একাধিক পেশাজীবী সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের এই আন্তর্জাতিক অর্জনে বাউবি পরিবার গর্বিত ও আনন্দিত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, তার অভিজ্ঞতা, মেধা ও নেতৃত্ব এসিইউ-র লক্ষ্য পূরণে সহায়ক হবে এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষা উন্নয়নে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
৩৩ ওষুধের দাম কমলো, সাশ্রয় ১১৬ কোটি টাকা
জনগণই নির্ধারণ করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে : নিপুণ রায়
তিস্তার পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
জমে উঠেছে নেছারাবাদের ভাসমান নৌকার হাট
খালেদা জিয়ার জন্মদিনে দেশব্যাপী দোয়ার আয়োজন বিএনপির
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হাজারো শিক্ষক প্রেস ক্লাবের সামনে, যান চলাচল বন্ধ
বাংলাদেশের সীমান্তে বিএসএফের ‘অপারেশন অ্যালার্ট’ জারি
শিক্ষা বোর্ড চেয়ারম্যানের ‘কলিজা খুলে’ ফেলার হুমকি বিএনপি নেতার
নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
৯২ রানে অলআউট পাকিস্তান, ৩৪ বছর পর ক্যারিবীয়দের সিরিজ জয়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft