সোনাতলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
জাহাঙ্গীর আলম সোনাতলা(বগুড়া)
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২:২০ পিএম
‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় বগুড়ার  সোনাতলা উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক  যুব দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে জাতীয় যুব দিবস আয়োজন করেন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ জামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক।

এসময় তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো যুব সমাজ। যুব সমাজের মধ্যে যে অদম্য স্পৃহা আছে, সেই শক্তিকে কাজে লাগিয়ে সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, সোনাতলা থানা অফিসার ইনচার্জ মিলাদুন নবি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মইনূল হক, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার মোঃ মোস্তফা কামাল, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল, উপজেলা যুবদলের আহবায়ক রাসেদূর রহমান হান্নান, সফল উদ্দোক্তা তাসলিমা আক্তার লিমা, সফল উদ্দোক্তা মোঃ মফিজুল হাসান মাসুম, প্রেসক্লাব সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সূধীজন প্রমূখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে শপথ বাক্য পাঠ করান, আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য যুবদের ঋণের চেক ও সনদ প্রদান করা হয়।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
নির্বাচন নিয়ে অনেকেই ষড়যন্ত্রে লিপ্ত: রিজভী
ডিএমপির পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদায়ন
যুক্তরাষ্ট্র থেকে ২ জাহাজ কেনার অনুমোদন দিলো সরকার
মধুখালীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
ফরিদপুরে চিনিকল কর্মকর্তাদের চারদিন ব্যাপী ইনহাউজ প্রশিক্ষণ সমাপ্ত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সোনাতলায় পুলিশের ঝটিকা অভিযানে ৬ আসামি গ্রেপ্তার
চাকরির জন্য নেওয়া টাকা চাপের মুখে ফেরত দিলেন জামায়াত নেতা
সাংবাদিক তুহিন হত্যা: ৮ আসামির শেষজনও গ্রেপ্তার
সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে খালিয়াজুরী প্রেসক্লাবের মানববন্ধন
মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে দুই ঘণ্টা বৈঠক এনসিপির চার নেতার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft