‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় বগুড়ার সোনাতলা উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে জাতীয় যুব দিবস আয়োজন করেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ জামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক।
এসময় তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো যুব সমাজ। যুব সমাজের মধ্যে যে অদম্য স্পৃহা আছে, সেই শক্তিকে কাজে লাগিয়ে সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, সোনাতলা থানা অফিসার ইনচার্জ মিলাদুন নবি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মইনূল হক, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার মোঃ মোস্তফা কামাল, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল, উপজেলা যুবদলের আহবায়ক রাসেদূর রহমান হান্নান, সফল উদ্দোক্তা তাসলিমা আক্তার লিমা, সফল উদ্দোক্তা মোঃ মফিজুল হাসান মাসুম, প্রেসক্লাব সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সূধীজন প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে শপথ বাক্য পাঠ করান, আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য যুবদের ঋণের চেক ও সনদ প্রদান করা হয়।
আজকালের খবর/ এমকে