হিট প্রকল্প সম্পর্কিত ইউজিসিতে বৈঠক, অনিয়মের ব্যবস্থা গ্রহণের আশ্বাস
রবিউল আলম
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ১২:০৬ এএম
হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের গবেষণা উপ-প্রকল্প বিষয়ে চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ-এর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। গতকাল সোমবার ইউজিসিতে এ সভাটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান উপস্থিত ছিলেন। 

এছাড়া সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সালেকুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ও অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান-সহ হিট প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন সূত্রে জানা যায়, সভায় শিক্ষকবৃন্দ হিট প্রকল্পের আওতায় গবেষণা প্রস্তাব সংক্রান্ত তাঁদের কিছু পর্যবেক্ষণ এবং সুনির্দিষ্ট কয়েকটি দাবি উপস্থাপন করেন। কমিশন কর্তৃপক্ষ শিক্ষকদের পর্যবেক্ষণ ও দাবি দাওয়া যাচাই-বাছাই করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বস্ত করেন। প্রস্তাবিত গবেষণা উপ-প্রকল্পগুলো প্রাতিষ্ঠানিক প্রকল্প, ব্যক্তিগত কোনো প্রকল্প নয়। সেজন্য স্ব-স্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাঁদের পর্যবেক্ষণ ও দাবি-দাওয়া ইউজিসির কাছে পেশ করার পরামর্শ দেওয়া হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘গতকাল (১১ আগস্ট) আমরা সাক্ষাৎ করেছি। আমাদের কথা, দাবিদাওয়া শুনেছে। বিষয়টা নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন।’

এর আগে বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত ৪০০০ কোটি টাকার হিট প্রকল্পে ১১১ টি প্রজেক্ট চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইউজিসি। তবে দলীয়করণ, স্বজনপ্রীতি, অনিয়ম দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠেছে প্রকল্পের বিরুদ্ধে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
৩৩ ওষুধের দাম কমলো, সাশ্রয় ১১৬ কোটি টাকা
জনগণই নির্ধারণ করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে : নিপুণ রায়
তিস্তার পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
জমে উঠেছে নেছারাবাদের ভাসমান নৌকার হাট
খালেদা জিয়ার জন্মদিনে দেশব্যাপী দোয়ার আয়োজন বিএনপির
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হাজারো শিক্ষক প্রেস ক্লাবের সামনে, যান চলাচল বন্ধ
বাংলাদেশের সীমান্তে বিএসএফের ‘অপারেশন অ্যালার্ট’ জারি
শিক্ষা বোর্ড চেয়ারম্যানের ‘কলিজা খুলে’ ফেলার হুমকি বিএনপি নেতার
নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
৯২ রানে অলআউট পাকিস্তান, ৩৪ বছর পর ক্যারিবীয়দের সিরিজ জয়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft