হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের গবেষণা উপ-প্রকল্প বিষয়ে চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ-এর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। গতকাল সোমবার ইউজিসিতে এ সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সালেকুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ও অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান-সহ হিট প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন সূত্রে জানা যায়, সভায় শিক্ষকবৃন্দ হিট প্রকল্পের আওতায় গবেষণা প্রস্তাব সংক্রান্ত তাঁদের কিছু পর্যবেক্ষণ এবং সুনির্দিষ্ট কয়েকটি দাবি উপস্থাপন করেন। কমিশন কর্তৃপক্ষ শিক্ষকদের পর্যবেক্ষণ ও দাবি দাওয়া যাচাই-বাছাই করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বস্ত করেন। প্রস্তাবিত গবেষণা উপ-প্রকল্পগুলো প্রাতিষ্ঠানিক প্রকল্প, ব্যক্তিগত কোনো প্রকল্প নয়। সেজন্য স্ব-স্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাঁদের পর্যবেক্ষণ ও দাবি-দাওয়া ইউজিসির কাছে পেশ করার পরামর্শ দেওয়া হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘গতকাল (১১ আগস্ট) আমরা সাক্ষাৎ করেছি। আমাদের কথা, দাবিদাওয়া শুনেছে। বিষয়টা নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন।’
এর আগে বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত ৪০০০ কোটি টাকার হিট প্রকল্পে ১১১ টি প্রজেক্ট চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইউজিসি। তবে দলীয়করণ, স্বজনপ্রীতি, অনিয়ম দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠেছে প্রকল্পের বিরুদ্ধে।
আজকালের খবর/ এমকে