প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৬:২৯ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞাপন বণ্টনে বৈষম্যের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হচ্ছে তথ্য ও গণসংযোগ কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে তার বিশ্বস্ত কিছু নির্দিষ্ট পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আসছেন।
এতে করে দেশের অন্যান্য বহুল প্রচারিত ও পাঠকপ্রিয় পত্রিকাগুলো এই বিজ্ঞাপন থেকে বঞ্চিত হচ্ছে, যা সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।
দৈনিক আজকালের খবরের গাজীপুর জেলা প্রতিনিধি এক বছরের অধিক সময় ধরে একাধিকবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তার কাছে গিয়ে বিজ্ঞাপন চাইলেও রহস্যজনক কারণে কোনো সাড়া পাননি।
অভিযোগ রয়েছে এখানে ব্যক্তিগত স্বার্থ ও সুবিধা জড়িত থাকতে পারে। এমনকি বিশ্ববিদ্যালয়ের ভিসির মোবাইল নম্বর চাইলেও তা দেওয়া হয়নি বলে জানিয়েছেন ক্ষুব্ধ সাংবাদিকরা।
অনেকে জানিয়েছেন-জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখনো প্রভাবশালী মহলের 'দোসরদের রাজত্ব' চলছে। যার কারণে বিজ্ঞাপন বণ্টনসহ বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা আসছে না।
বিশ্ববিদ্যালয়ের মতো জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন বৈষম্য ও অস্বচ্ছ প্রক্রিয়া চলতে থাকলে ক্ষতিগ্রস্ত হবে দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যের ভারসাম্য।
এ ব্যাপারে আবারো আজ মঙ্গলবার ওই কর্মকর্তার সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। এতে তার পরবর্তী বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা।
আজকালের খবর/বিএস