প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৬:২৪ পিএম

উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধায় পানি বন্দি এলাকাগুলো পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামীম মিঞা।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার সানিয়াজান ও গড্ডিমারী ইউনিয়নের পানিবন্দি এবং ঝুকিপূর্ণ এলাকাগুলো পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী, গড্ডিমারী ইউনিয়ন বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম, গড্ডিমারী ইউনিয়ন পরিষদ সদস্য জিয়া সহ আরও অনেকে।
এ সময় হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামীম মিঞা জানান, তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে সেজন্য পানিবন্দি মানুষের খোঁজ খবর নিতে সরেজমিনে এসেছি। সকল ধরনের ব্যাবস্থা নেয়া হয়েছে।
আজকালের খবর/বিএস