মধুখালীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
মতিয়ার রহমান মিঞা, মধুখালী
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৫:০২ পিএম
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে। 

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল শপথ পাঠ করান। শপথ শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যুব ঋণ কার্যক্রম, প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে সনদ বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমত কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী এবং উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কে এম তানজিম নাইম। বক্তব্য রাখেন হাসিবুর রহমান,আলিফ রেজা,তাসলিমা বেগম।

অনুষ্ঠানে হাঁস-মুরগি পালনের উপর প্রশিক্ষণ সমাপ্ত করা ৩০ জন যুবক-যুবতীর হাতে সনদপত্র তুলে দেন অতিথির এবং ঋণের চেক বিতরণ করেন।প্রায় দুই শতাধিক সাধারণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এ আয়োজনে বক্তারা বলেন, দেশের উন্নয়নে যুব সমাজের ভূমিকা অপরিসীম। তাদের সঠিক পথে পরিচালিত করতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি করা প্রয়োজন।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
পল্লী বিদ্যুৎ দশমিনা এলাকার সাবেক পরিচালক শফিক মোল্লার ইন্তেকাল
এনসিপি চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির কার্যক্রম শুরু
বিএনপিকে কিভাবে খাটো করা যায় এটাই তাদের প্রচেষ্টা: মির্জা ফখরুল
মেজর সাদিকের স্ত্রী সুমাইয়ার দায় স্বীকার
জামায়াতের আয় ২৯ কোটি, ব্যয় ২৪ কোটি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাংবাদিক তুহিন হত্যা: ৮ আসামির শেষজনও গ্রেপ্তার
সোনাতলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
বাহাদুর খানের তিনটি কবিতা
চাঁদাবাজির অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতিকে অব্যাহতি
বাংলাদেশ-মালয়েশিয়ার ৫ সমঝোতা স্মারক ও তিন নোট বিনিময়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft