প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৯:১৭ পিএম

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নেত্রকোনার খালিয়াজুরীতে যুবর্্যালী, শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১২ আগষ্ট) বেলা ১১টায় উপজেলা হল রুম শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা নুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার ( অতিরিক্ত) দায়িত্ব এম এ কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি ও গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান তালুকদার কেষ্টু। খালিয়াজুরী থানা অফিসার ইনচার্জ মকবুল হোসেন।
বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আবদুল আউলাদ, প্রকল্প বাস্তববায়ন কর্মকর্তা প্রীতিভোষণ দাস, পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ধীরেশ চন্দ্র সরকার,জামাতের বায়তুল মাল সম্পাদক মোঃ জিয়াউর রহমান, প্রিয়াঙ্কা আক্তার, মোহন দেবরায়,ও খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফাহিম হোসেন সুমন, ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক পলিন, , ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ, ছাত্র শিবিরের সভাপতি মোঃ রাসেল, খালিয়াজুরী প্রেসক্লাবের সদস্য সচিব সোহান বিন নবাব,সদস্য মোঃ সেলিম মিয়া, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আজকালের খবর/বিএস