মো. জায়েদ হোসেন, দশমিনা
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৮:৩১ পিএম

দশমিনা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক আজকালের খবরের দশমিনা উপজেলা প্রতিনিধি জায়েদ হোসেনের বড় ভাই ও পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির দশমিনা এলাকা সাবেক পরিচালক মো. শফিক মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১১ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অরস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিলো ৫৩ বছর।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ শেষে উপজেলা সদরের ডাকবাংলো সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি মাতা, স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির দশমিনা সাব জোনাল কার্যালয়ের এজিএম প্রকৌশলী জাকির হোসেন, দশমিনা প্রেসক্লাবের সভাপতি মো. বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক শাহজাদা তোহামিন ও দশমিনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফয়েজ আহমেদ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আজকালের খবর/বিএস