অপহরণের নাটক সাজিয়ে ৩ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৭:০২ পিএম
সোনাতলা উপজেলার পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলায় মিথ্যা অপহরণের নাটক সাজিয়ে এক নারীর কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। ভুক্তভোগীর নাম কনিকা বালা রায় (৫৫)।  তিনি উপজেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গত ৭ জুলাই শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, কনিকা বালার ছেলে প্রিয়তোষ সরকার ঢাকার আইইউবি ইউনিভার্সিটিতে চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে অজ্ঞাতনামা একটি নম্বর থেকে ফোন পেয়ে কনিকা বালাকে জানানো হয়, তার ছেলেকে অপহরণ করা হয়েছে এবং মুক্তিপণ হিসেবে ৪ লাখ টাকা দিতে হবে। পরে দর কষাকষির পর ৩ লাখ টাকায় রাজি হয় প্রতারকরা এবং একাধিক মোবাইল ব্যাংকিং একাউন্টে টাকা পাঠাতে বলে।

প্রতারকরা কনিকার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে ছেলের কণ্ঠ নকল করে ফোনে কথা বলে এবং টাকা নিতে সক্ষম হয়। তবে একই দিনে দুপুরে মেয়ে জামাইয়ের মাধ্যমে প্রিয়তোষের সঙ্গে যোগাযোগ হলে জানা যায়, সে বিশ্ববিদ্যালয়ে ক্লাসে ছিল এবং অপহরণের ঘটনা সম্পূর্ণ মিথ্যা।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বাদীকে কোর্টে গিয়ে মামলা করার পরামর্শ দিয়েছেন।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের সীমান্তে বিএসএফের ‘অপারেশন অ্যালার্ট’ জারি
‘পরিবর্তন’ না এলে কোনো দল ক্ষমতায় যেতে পারবে না: নাহিদ
হিট প্রকল্প সম্পর্কিত ইউজিসিতে বৈঠক, অনিয়মের ব্যবস্থা গ্রহণের আশ্বাস
আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার
বাউবি উপাচার্য ড. ওবায়দুল ইসলাম ACU ট্রাস্টি বোর্ডে নির্বাচিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সোনাতলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক
সারজিসের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ
উড়োজাহাজ বানিয়ে আকাশে উড়ালো রাজবাড়ীর ক্ষুদে আবিষ্কারক রাহুল শেখ
মালয়েশিয়ার উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশি শ্রমিকরা: আনোয়ার ইব্রাহিম
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft