প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৭:০২ পিএম

সোনাতলা উপজেলার পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলায় মিথ্যা অপহরণের নাটক সাজিয়ে এক নারীর কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। ভুক্তভোগীর নাম কনিকা বালা রায় (৫৫)। তিনি উপজেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গত ৭ জুলাই শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, কনিকা বালার ছেলে প্রিয়তোষ সরকার ঢাকার আইইউবি ইউনিভার্সিটিতে চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে অজ্ঞাতনামা একটি নম্বর থেকে ফোন পেয়ে কনিকা বালাকে জানানো হয়, তার ছেলেকে অপহরণ করা হয়েছে এবং মুক্তিপণ হিসেবে ৪ লাখ টাকা দিতে হবে। পরে দর কষাকষির পর ৩ লাখ টাকায় রাজি হয় প্রতারকরা এবং একাধিক মোবাইল ব্যাংকিং একাউন্টে টাকা পাঠাতে বলে।
প্রতারকরা কনিকার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে ছেলের কণ্ঠ নকল করে ফোনে কথা বলে এবং টাকা নিতে সক্ষম হয়। তবে একই দিনে দুপুরে মেয়ে জামাইয়ের মাধ্যমে প্রিয়তোষের সঙ্গে যোগাযোগ হলে জানা যায়, সে বিশ্ববিদ্যালয়ে ক্লাসে ছিল এবং অপহরণের ঘটনা সম্পূর্ণ মিথ্যা।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বাদীকে কোর্টে গিয়ে মামলা করার পরামর্শ দিয়েছেন।
আজকালের খবর/বিএস