প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৬:৫৪ পিএম

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের আওয়ামী লীগ নেতা শামসুদ্দিনকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।
রবিবার (১০ আগষ্ট) দুপুরে সোনারপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শামসুদ্দিন (৪৮) জালিয়াপালং ৩ নম্বর ওয়ার্ডের সোনারপাড়া এলাকার আহমদ হোসেনের ছেলে। তিনি জালিয়াপালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালামসহ তিন জনের ওপর ২৮ জানুয়ারি সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলার ২০ নম্বর আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, মামলায় মোট ৪৬ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে বর্তমানে শামসুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সকল আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
স্থানীয়রা বিচারের মাধ্যমে শাস্তির দাবি জানিয়েছেন এবং শান্তি বজায় রাখার জন্য সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, এর আগে ওই মামলার ১০ নম্বর আসামি মোহাম্মদ ফয়সালকেও গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, হামলার পর দিনই এলাকায় তীব্র প্রতিবাদের সৃষ্টি হয়। হামলার নিন্দা জানিয়ে স্থানীয়রা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
আজকালের খবর/বিএস