খাগড়াছড়িতে বাজার ব্যবস্থাপনা ও ফুটপাত অবমুক্ত করতে মতবিনিময় সভা
আল-মামুন,খাগড়াছড়ি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৬:৪৯ পিএম
খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাজার ব্যবস্থাপনা ও ফুটপাত অবমুক্ত করার লক্ষে বাজারের দক্ষিণ মাথা ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১০ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি সদরের অরুণিমা কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। 

আবাসিক হোটেল, চিরাই কাঠ, গ্রীলওয়ার্কশপ ও মেহেদীবাগ সমাজ কল্যাণ সমিতির যৌথ আয়োজনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

খাগড়াছড়ি বাজার ব্যবসীয় সমিতির সভাপতি আলহাজ্ব মো. ইউনুছের সভাপতিত্বে খাগড়াছড়ি পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।  

প্রধান অতিথি বলেন, বাজারের শৃঙ্খলা ফেরাতে ঐক্যবদ্ধ হতে হবে ব্যবসায়ীদের। এখানে ব্যবসায়ী ক্রেতা-বিক্রেতারা সুন্দর পরিবেশে ব্যবসা চালু রাখলে  অর্থনৈতিক ভাবে লাভবান হবে ব্যবসায়ীরা। তাই সু-শৃঙ্খল সুন্দর পরিবেশ সৃষ্টি করা ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ। 

তাই সকলে চেষ্টা করলে বাজারে উন্নয়ন ও সুন্দর পরিবেশ তৈরি সময়ের ব্যাপার বলেও তিনি মন্তব্য করে সম্মিলিত প্রচেষ্টা সর্বক্ষেত্রে উন্নয়নের পথ সুগম করে বলে মন্তব্য করেন প্রধান অতিথি  ব্যবসায়ী ও স্থানীয়দের জন্য সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন।  

খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক আবুল হাসেম মজুমদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা, খাগড়াছড়ি বাজার সমিতির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির পাঠোয়ারী,দপ্তর সম্পাদক মো. রফিক উদ্দিন সিদ্দিকী,সদস্য জয়নাল পাটোয়ারী, কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম তালুকদার, ব্যবসায়ী নুরুল আলমসহ গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন। 

বক্তারা বাজারের বিভিন্ন সমস্যা,পানির সংকট, নিষ্কাসন,ব্যবস্থাপনায় বিশৃঙ্খল পরিবেশ,ফুটপাত দখল, টমটমের বিশৃঙ্খলাসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।

আজকালের খবর/বিএস  








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের সীমান্তে বিএসএফের ‘অপারেশন অ্যালার্ট’ জারি
‘পরিবর্তন’ না এলে কোনো দল ক্ষমতায় যেতে পারবে না: নাহিদ
হিট প্রকল্প সম্পর্কিত ইউজিসিতে বৈঠক, অনিয়মের ব্যবস্থা গ্রহণের আশ্বাস
আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার
বাউবি উপাচার্য ড. ওবায়দুল ইসলাম ACU ট্রাস্টি বোর্ডে নির্বাচিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সোনাতলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক
সারজিসের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ
উড়োজাহাজ বানিয়ে আকাশে উড়ালো রাজবাড়ীর ক্ষুদে আবিষ্কারক রাহুল শেখ
ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft