প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৬:৪১ পিএম

বরিশালের গৌরনদী সরকারি কলেজ মসজিদ মাঠ প্রাঙ্গণে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) বিকেল ৩টায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম।
বিশেষ অতিথি ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আল আমিন এবং বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মো. রাসেল সরদার মেহেদী।
প্রধান বক্তা ছিলেন- ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা আরমান হোসাইন রিয়াদ। এছাড়া বক্তব্য সমাবেশে বক্তব্য রাখেন- মুফতি মোস্তফা কামাল, গোলাম মাহমুদ হাওলাদার, মোঃ পারভেজ মিয়া, মাওলানা আবু ইউসুফ, মাওলানা ইমদাদ হোসাইন ও নাসির উদ্দিন শাহ।
এ সময বক্তারা বলেন- হাত পাখার ছায়াতলে আসুন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিন।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা সভাপতি মাওলানা মিরাজুল ইসলাম।
আজকালের খবর/বিএস