প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৭:৫৬ পিএম

বামনায় বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভূক্ত শিক্ষকদের ন্যায্য দাবি আদায় এবং ঢাকায় শিক্ষকদের হেনস্তা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীরা।
আজ মঙ্গলবার বেলা ১১টায় বরগুনার বামনা উপজেলার সৃতিসৌধ চত্বরে বে-সরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারীগরীসহ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা একটি র্যালি করেন এবং মানববন্ধনে অংশ নেন।
২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা বাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা প্রদানের প্রজ্ঞাপন জারীর দাবিতে এবং ঢাকায় শিক্ষক হেনস্হা ও নির্যাতনের প্রতিবাদে ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে প্রভাষক মো. জাকির হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বামনা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অবঃ অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান, বাংলাদেশ জামায়াতে ইসলামির বামনা উপজেলা আমির হাফেজ মাওঃ মো. সাইদুর রহমান, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, বামনা সদর আর রশিদ ফাযিল মাদরাসার উপাধ্যাক্ষ মাওঃ আবুল কালাম আজাদ, ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. নুর হোসেন, খোলপটুয়া মাহমুদিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওঃ মো. আবু জাফর, লক্ষীপুরা দাখিল মাদরাসার সুপার মাওঃ মো. মফিদুল ইসলাম, লতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওঃ মো. মাহবুবুর রহমান প্রমুখ।
আজকালের খবর/ওআর