বুধবার ১৫ অক্টোবর ২০২৫
তরুণ শক্তিতে উখিয়া-টেকনাফ বদলাতে চান বিএনপি নেতা আব্দুল্লাহ
ফারুকুর রাহমান, টেকনাফ
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৪:৪৬ পিএম
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের টেকনাফে অনুষ্ঠিত হয়েছে যুব নেতৃত্বে নির্বাচনী সংলাপ তারুণ্যের স্বপ্ন, আমাদের ইশতেহার, আমাদের ভবিষ্যৎ। 

সোমবার (১৩ অক্টোবর) টেকনাফের হোটেল নে-টংয়ে আয়োজিত এই সংলাপের আয়োজন করে সোসাইটি ফর হেলথ এক্সটেনশন অ্যান্ড ডেভেলপমেন্ট (শেড)। 

অনুষ্ঠানের সহযোগিতায় ছিল একশনএইড বাংলাদেশ। সংলাপের মূল উদ্দেশ্য ছিল তৃণমূল জনগণ ও তরুণদের মতামতের ভিত্তিতে একটি জনগণকেন্দ্রিক নির্বাচনী ইশতেহার প্রণয়ন করা।

অনুষ্ঠানে অংশ নেয় বিএনপি থেকে কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির অর্থ সম্পাদক আবদুল্লাহ'সহ স্থানীয় শিক্ষক, নারী প্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী ও তরুণ সমাজের নেতৃবৃন্দ। তরুণদের পক্ষ থেকে ইশতেহারভিত্তিক প্রস্তবনা উপস্থাপন করেন টেকনাফ ইউথ হাবের সভাপতি মো. সোহেল ও সদস্য আয়শা আক্তার রিফা।

অনুষ্টানে তরুণদের উপস্থাপিত প্রস্তাবনায় উঠে আসে দুর্যোগ প্রস্তুতি ও মাদক প্রতিরোধ, অপহরণ রোধ ও নিরাপদ পানি নিশ্চিতকরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, টেকনাফ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, শাহপরীরদ্বীপে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং রোহিঙ্গা সমস্যার মানবিক ও টেকসই সমাধান।

এ সময় শেডের ডেপুটি ডিরেক্টর আব্দুল মান্নান ও প্রকল্প সমন্বয়ক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, এই কর্মসূচির লক্ষ্য তৃণমূল জনগণের কণ্ঠস্বরকে নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়া।

বক্তব্যে কক্সবাজার-৪ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী-জেলা বিএনপির অর্থ সম্পাদক আব্দুল্লাহ , তরুণ নেতৃত্বে এমন সংলাপ গণতন্ত্র ও টেকসই উন্নয়নের ভিত্তি আরও শক্তিশালী করবে। উখিয়া-টেকনাফ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলেও বেকারত্ব, মাদক, অবকাঠামোগত দুর্বলতা ও পরিবেশ ঝুঁকির কারণে এ অঞ্চল পিছিয়ে আছে। তাই একটি সুন্দর পরিকল্পনা গ্রহণ করলেই এই অঞ্চলকে সমৃদ্ধ করা সম্ভব। এছাড়া তিনি উন্নয়নের জন্য পাঁচটি অগ্রাধিকারমূলক পরিকল্পনা তুলে ধরেন।

তরুণ ও কর্মসংস্থান: কারিগরি প্রশিক্ষণ, আইটি ইনস্টিটিউট, উদ্যোক্তা সহায়তা এবং পর্যটন, কৃষি ও মৎস্যভিত্তিক খাতে সহজ ঋণ ও প্রশিক্ষণ সুবিধা। পর্যটন উন্নয়ন টেকনাফ-সেন্টমার্টিন করিডোরকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্যে রূপ দেওয়া এবং মেরিন ড্রাইভকে ইকোট্যুরিজম কেন্দ্রে হিসেবে গড়ে তোলা। 

পরিবেশ ও জলবায়ু উপকূলীয় বন, পাহাড় ও সমুদ্রতট সংরক্ষণে স্থানীয় অংশগ্রহণ নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট ও টেকসই পানি ব্যবস্থাপনা চালু করা। প্রযুক্তি ও শিক্ষা: প্রত্যন্ত অঞ্চলে স্মার্ট স্কুল, ডিজিটাল ল্যাব ও অনলাইন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে তরুণদের ফ্রিল্যান্সিং ও ইকমার্সে যুক্ত করা। সুশাসন ও নাগরিক অংশগ্রহণ স্থানীয় নীতিনির্ধারণে তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং জনগণের মতামতের ভিত্তিতে উন্নয়ন বাজেট প্রণয়ন করা।

আবদুল্লাহ আরও বলেন, এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে পাহাড়, নদী-সমুদ্র ঘেরা উখিয়া-টেকনাফ হবে দক্ষিণাঞ্চলের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির রোল মডেল। তরুণরাই আগামী দিনের রাষ্ট্রনায়ক ও পরিবর্তনের কারিগর। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে তরুণদের স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া আমাদের দায়িত্ব।

অনুষ্ঠানের অতিথিরা অ্যাকটিভিস্টা টেকনাফ টিম, শেড এ-ফো-টি প্রকল্প এবং একশনএইড বাংলাদেশ-এর এমন সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং আগামী নির্বাচনী ইশতেহারে এ সংলাপের প্রস্তবনাগুলো অন্তর্ভুক্ত করার আশা ব্যক্ত করেন।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি
এক দিনের ব্যবধানে দেশে স্বর্ণের দাম আরও বাড়ল
বাংলাদেশকে অবশ্যই প্রশিক্ষিত ও দক্ষ কর্মী প্রস্তুত রাখতে হবে: প্রধান উপদেষ্টা
বামনায় শিক্ষকদের হেনস্তা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ডাক বিভাগের আধুনিকায়ন সময়ের দাবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মিসরে বিশ্ব নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই
সোনার দামে নতুন রেকর্ড, ভরি ২১৩৭১৯ টাকা
লড়াই করেও হেরে গেলো টাইগ্রেসরা
ডিমলায় শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
দিয়ামনি ই কমিউনিকেশনের খুলনা কমিটির সঙ্গে মতবিনিময় সভা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft