প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৬:২৮ পিএম

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনরত তিন মাসের অন্তঃসত্ত্বা এক তরুণীকে মারধর করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে খাঞ্জাপুর গ্রামের অভিযুক্ত প্রেমিক ইসমাইল সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমিক ইসমাইল সরদারের কাছ থেকে সন্তানের স্বীকৃতি ও বিয়ের দাবিতে ওই তরুণী তার বাড়িতে যান। এ সময় ইসমাইলের স্বজনদের নারী-পুরুষ মিলে তাকে মারধর করেন বলে অভিযোগ করেন মারধরের শিকার হওয়া ওই অন্তঃসত্ত্বা তরুণী।
মারধরের শিকার তরুণী জানান, ‘আমি তিন মাসের অন্তঃসত্ত্বা। ইসমাইল বিয়ের আশ্বাস দিয়ে আমাকে প্রতারণা করেছে। বিয়ের দাবিতে গেলে তারা সবাই মিলে আমাকে মারধর করে। মারধর থেকে বাঁচতে আমি ৯৯৯-এ ফোন করি, কিন্তু কোনো সুবিচার পাইনি।’
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত ইসমাইল সরদার ও তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বরিশালের গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখি বলেন, বিষয়টি আমি আপনার মাধ্যমে শুনেছি। ওসিকে আমি বলে দিচ্ছি মারধরের শিকার হওয়া তরুণী অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, মারধরের বিষয় এখনো কোনো অভিযোগ কেউ করেনি। তরুণী অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজকালের খবর/ওআর