প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৬:১১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমান বিভিন্ন ধরনের বিদেশী প্রসাধনীসহ সোহাগ সিকদার (৩৮) ও পাপেল মিয়া (৩৬) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রসাধনী বহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।
আজ মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সোনারামপুর ব্রীজের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহাগ সিকদার বরিশাল জেলার পাংশা উপজেলার বরিশাল বিমানবন্দর এলাকার মৃত শাহজাহান শিকদারের ছেলে এবং পাপেল মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের আবদুর রশিদের ছেলে।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খাইরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সোনারামপুর ব্রীজের কাছে একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। পরে মাইক্রোবাস থেকে ৬০০ পিস বিদেশী মেকআপ রিমোভার, ২৫৫ পিস ফেইস ওয়াশ, ২৬৫ পিস স্কিন কেয়ার ক্রিম, ২৪ বোতল শ্যাম্পু উদ্ধার এবং দুই যুবককে গ্রেপ্তার ও মাইক্রোবাসটি জব্দ করা হয়। তিনি বলেন, উদ্ধারকৃত প্রসাধনীর আনুমানিক মূল্য ৭ লাখ টাকা। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আজকালের খবর/ওআর