
জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষককর্মচারীদের অবরোধ কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদ এবং তিন দফা দাবিতে নীলফামারী জেলা ডিমলা উপজেলায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৪ অক্টোবর) সকাল ১১টায় ডিমলা উপজেলা মাঠ থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের উদ্যোগে বিজয় চত্বরে শহীদ মিনারে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব দেন সমন্বয়ক মো. আফতাব হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনতা কলেজ, মো. আব্দুল কাদের, অধ্যক্ষ ডিমলা টেকনিক্যাল এন্ড বি এম আই কলেজ, মো. শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ, মো. রেজাউল কবির, প্রভাষক ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ, এবং সহকারী অধ্যাপক মো. আলাউদ্দিন আলাল, ডিমলা টেকনিক্যাল এন্ড বিএমআই কলেজ।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফতাব হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেন,ছোট খাতা কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা বজলার রহমান,ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম,ডিমলা টেকনিক্যাল অ্যান্ড বিএমআই কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল কাদের,দোহলপাড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন লেবু, অধ্যাপক, মাওলানা কাজী হাবিবুর রহমান। শাললহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম,খগা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা আক্তার লিজা,ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম রব্বানী প্রধান এবং এনসিপি জেলা সদস্য রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ।
২০% বাড়ি ভাড়া প্রদান, বর্তমান বাজারদরের সাথে সঙ্গতি রেখে সরকারি ও বেসরকারি কর্মচারীদের জন্য ন্যায্য হারে বাড়িভাড়া বৃদ্ধি একান্ত প্রয়োজন। ১৫০০টাকা চিকিৎসা ভাতা, কর্মচারীদের চিকিৎসা ব্যয় বহনের জন্য নির্দিষ্ট হারে ভাতা বরাদ্দ করা উচিত, যা অন্ততপক্ষে ১৫০০ টাকা হওয়া দরকার।
৭৫% উৎসব ভাতা, ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে কর্মচারীরা যাতে পরিবার-পরিজন নিয়ে আনন্দে অংশ নিতে পারে, সে জন্য উৎসব ভাতা ৭৫% হারে নির্ধারণ করা হোক। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ,
দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত, সুশৃঙ্খল ও সবার জন্য সমানভাবে গ্রহণযোগ্য করতে শিক্ষাখাতকে জাতীয়করণের আওতায় আনা অপরিহার্য।
বক্তারা দৃঢ়ভাবে ঘোষণা করেন যে, এই যৌক্তিক দাবিগুলোর পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁদের শান্তিপূর্ণ আন্দোলন চলমান থাকবে।
আজকালের খবর/বিএস