বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের শিক্ষক সেমিনার হলে অনুষ্ঠিত সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচির পরিসমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, অর্জিত জ্ঞানকে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজে ও কর্মক্ষেত্রে প্রয়োগ করাই প্রকৃত শিক্ষা। এই প্রশিক্ষণ থেকে পাওয়া অভিজ্ঞতা পরিবার থেকে কর্মক্ষেত্র—সব জায়গায় কাজে লাগাতে হবে। আমি বিশ্বাস করি, এই প্রশিক্ষণ আমাদের সবার পেশাগত ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।
তিনি প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেন।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম। তিনি প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, আমি আশা করি এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কর্মকর্তারা তাদের পেশাগত দক্ষতার আরও উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমের মানোন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল ইসলাম, পরিচালক (ভারপ্রাপ্ত), অর্থ ও হিসাব বিভাগ, বাউবি এবং গিয়াসউদ্দিন মোল্লা এমআইএমএ, এফসিসিএ, পরিচালক (কর ও পরামর্শ), চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, রেদওয়ান রহমান অ্যান্ড কো।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান।
উল্লেখ্য, উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের দিকনির্দেশনায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান ও দক্ষতা উন্নয়ন করা, যা তাদের পেশাগত উৎকর্ষ সাধনে সহায়ক হবে।
আজকালের খবর/ এমকে