প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৮:০৬ পিএম

পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ২২ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ বিক্রি হয়েছে ৩৩ হাজার টাকায়।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলার বাল্লা এলাকায় পদ্মা নদীতে জেলে মোহাম্মদ আলীর জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রি করতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় নেওয়া হয়।
এসময় বিশাল আকারের পাঙ্গাস মাছটি ২২ কেজি ওজন মেপে ৩৩ হাজার টাকায় (দেড় হাজার টাকা কেজি দরে) কিনে নেন মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ।
পরে অনলাইনে যোগাযোগ করে বগুড়া জেলার সোনাতলা উপজেলা এলাকার দুবাইপ্রবাসী এক ব্যক্তির কাছে এক হাজার ছয় শ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার ২০০ টাকায় মাছটি বিক্রি করেন শাজাহান।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বলেন, পদ্মা নদীর এমন আকারের পাঙ্গাস মাছ সহসা পাওয়া যায় না। জেলে মোহাম্মদ আলীর কাছ থেকে ২২ কেজি ওজনের একটি পাঙ্গাস ৩৩ হাজার টাকায় কিনে ৩৫ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি। এতে দুই হাজার দুই শ টাকা আমার লাভ হয়েছে।
আজকালের খবর/বিএস