ক্ষতিকর কেমিক্যাল দিয়ে শিশুখাদ্য তৈরি, লাখ টাকা জরিমানা
এ এইচ এম শামিম রহমান (জন), পাংশা
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৮:০২ পিএম
রাজবাড়ীর পাংশায় বসতবাড়িতে অনুমোদন ছাড়া ক্ষতিকর রং ও কেমিক্যাল দিয়ে শিশুখাদ্য তৈরির অপরাধে একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া গ্রামের সায়মা আইসরোবো কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান।

এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান ও জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিকসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান বলেন, দুপুরে সায়মা আইসরোবো কারখানায় অভিযান চালানো হয়। অভিযানকালে কারখানার মালিক লাল মিয়া বিএসটিআইয়ের লাইসেন্স দেখাতে ব্যর্থ হন। এছাড়া শিশুখাদ্য তৈরিতে নিষিদ্ধ ও ক্ষতিকর ঘনচিনিসহ বিভিন্ন রাসায়নিকের ব্যবহার, ক্ষতিকর ফ্লেভার ও রংয়ের ব্যবহার, অন্য প্রতিষ্ঠানের লেভেলযুক্ত মোড়কে শিশু খাদ্য উৎপাদন ও প্যাকেটজাতকরণ এবং উৎপাদন তারিখেরও পরের তারিখ উৎপাদন তারিখ হিসেবে প্রদান করার প্রমান পাওয়া যায়। যে কারণে কারখানার মালিক লাল মিয়াকে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ২৩, ৩২ (ক), ৩৩, ৩৯ ধারা লঙ্ঘনের অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে উৎপাদিত সকল শিশু খাদ্য ও নিষিদ্ধ, ক্ষতিকর রাসায়নিক জব্দ ও বিনষ্ট করা হয় বলেও জানান তিনি।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
২৪ লাখ ৬৭ হাজার কলিং ভিসার কোটা খুলেছে মালয়েশিয়া
গাকৃবিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত
বাউবিতে হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন
অধ্যক্ষের দুর্নীতি-অনিয়ম-অসদাচরণ তদন্তে মাউশি
আলোচনায় জেলেনস্কিকে আরও নমনীয় হতে হবে: ট্রাম্প
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এ প্রজন্মের জনপ্রিয় গীতিকার কৃষিবিদ হাবিবুর রহমান
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক
হাইকমিশনার মিজ আদিবা ইসলামের সঙ্গে জালালাবাদ এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময়
তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি আগামীকাল
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft