অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)-তে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ (১৮–২৪ আগস্ট) উপলক্ষে আয়োজিত হয় নানা বর্ণাঢ্য কর্মসূচি। মাৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত এ সপ্তাহের মূল উদ্দেশ্য ছিল দেশীয় মৎস্যসম্পদের সংরক্ষণ, এর টেকসই ব্যবহার এবং পুষ্টি ও অর্থনীতিতে এর অবদানের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি।
আজ ১৯ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান-এর নেতৃত্বে মাৎস্যবিজ্ঞান অনুষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। র্যালিতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে মৎস্যসম্পদের গুরুত্ব এবং মৎস্যজীবী সম্প্রদায়ের অবদান তুলে ধরেন। র্যালিটি পুরো বিশ্ববিদ্যালয় এলাকা পরিভ্রমণ শেষে আবার অনুষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালি শেষে অনুষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক তাৎপর্যপূর্ণ আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুর্শিদা খান এবং সঞ্চালনায় ছিলেন প্রফেসর ড. মোঃ নুরুন্নবী মন্ডল। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, পানি দূষণ ও পরিবেশগত পরিবর্তনের ফলে অনেক দেশি মাছ এখন বিলুপ্তির পথে। আমাদের গবেষকদের উচিত, বিলুপ্তপ্রায় এই মাছগুলোকে কীভাবে আধুনিক প্রযুক্তির সহায়তায় স্বাদু পানিতে উৎপাদন সম্ভব, সে বিষয়ে আরও মনোযোগী হওয়া।
তিনি আরও বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় একটি গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। উন্নত জাত ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে মাছ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ে একটি জিন ব্যাংক স্থাপনেরও ঘোষণা দেন, যা মৎস্যসম্পদের জৈব বৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরিচালক, প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের জলাশয়ে রুই, কাতলা, কালিবাউশ, মৃগেল ও সরপুটি প্রজাতির পোনা অবমুক্ত করেন উপাচার্য ও অন্যান্য অতিথিবৃন্দ। এটি পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং দেশীয় প্রজাতির সংরক্ষণে একটি প্রতীকী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
মৎস্য সপ্তাহ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আগামী ২১ আগস্ট এক সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়েছে, যা এ আয়োজনকে আরো উৎসবমুখর করে তুলবে।
আজকালের খবর/ এমকে