প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৪:১২ পিএম

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজ আদিবা ইসলামের সঙ্গে জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে কারওয়ানবাজার জালালাবাদ ভবনে জালালাবাদ এসোসিয়েশন ঢাকার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জালালাবাদ এসোসিয়েশনের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি জানান, সভায় শুরুতে হাইকমিশনার মিজ আদিবা ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ও উত্তরীয় পড়িয়ে সম্মানিত করা হয়।
যুক্তরাজ্যে বসবাসরত ব্রিটিশ-সিলেটি নাগরিকদের সমস্যা সমাধান এবং সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন- জালালাবাদ শিক্ষা ট্রাস্টের সদস্য সচিব জালাল আহমেদ, এসোসিয়েশনের সভাপতি সি এম কয়েস সামি, সহ-সভাপতি আব্দুল মজিদ চৌধুরী, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আজিজুর রহমান, সহ- সভাপতি অধ্যাপিকা ফাতেমা চৌধুরী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, জালালাবাদ জাকাত ফাণ্ডের চেয়ারম্যান বিচারপতি ড. মো. আবু তারিক, আন্তর্জাতিক সম্পাদক আব্দুল মজিদ চৌধুরী মিন্টু, সদস্য মো. এহসান এলাহী, বেগম সাহারা কবির, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন আহমেদ, আজীবন সদস্য মো. সেকিল চৌধুরী, ডা. সৈয়দ উমর খৈয়াম প্রমুখ।
হাইকমিশনার তার বক্তব্যে যুক্তরাজ্যে বসবাসরত ব্রিটিশ সিলেটি নাগরিকদের অসুবিধাগুলো সমাধানের আশস্ত করেন এবং জালালাবাদ এসোসিয়েশনের সঙ্গে যৌথ উদ্যোগে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনার প্রতি গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- এসোসিয়েশন ঢাকার সভাপতি সি এম কয়েস সামি।
আজকালের খবর/বিএস