প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৮:৪৫ পিএম

গাজীপুর প্রেসক্লাবের পাঁচ সদস্যবিশিষ্ট তত্ত্বাবধায়ক মণ্ডলী নিয়োগ করা হয়েছে। ক্লাবের গঠনতন্ত্র লঙ্ঘন করে নতুন সদস্য ভর্তি আহবান করার অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়ে বলে জানা গেছে। জেলা প্রশাসনের নির্দেশনা ও জেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে এ পদক্ষেপ গ্রহণ করা হয়।
মঙ্গলবার (১৯ আগস্ট) গাজীপুর প্রেসক্লাব কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের চিঠি পৌঁছায়। সিদ্ধান্ত অনুযায়ী কাপাসিয়া উপজেলার সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিনকে আহ্বায়ক করে নতুন তত্ত্বাবধায়ক মণ্ডলী গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাংবাদিক ইউনিয়নের গাজীপুরের সভাপতি ও দৈনিক দিনকালে স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার মাজহারুল ইসলাম মাসুম, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের গাজীপুর জেলা প্রতিনিধি শাহ শামসুল হক রিপন ও তরুণ লেখক ও মাছরাঙ্গা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফারদিন ফেরদৌস।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রেসক্লাবের গঠনতন্ত্র লঙ্ঘন করে সদস্য আহ্বানের অভিযোগে ক্লাবের একাধিক সদস্য জেলা প্রশাসক ও সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন । সমাজ সেবা কর্তৃক নিবন্ধনকৃত গঠনতন্ত্রের ধারা মোতাবেক ওই সিদ্ধান্ত গৃহীত হয়।
পরবর্তীতে, জেলা প্রশাসন বিষয়টি আমলে নিয়ে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আনোয়ারুল হকের তত্ত্বাবধানে ক্লাবের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য নতুন এই তত্ত্বাবধায়ক কমিটি নিয়োগ করেন।
আজকালের খবর/বিএস