প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১১:১১ পিএম

বগুড়ার সোনাতলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আলম বেপারী নামের এক ব্যক্তির বাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আলম বেপারীর বোন, ছেলে, ভাই ও স্ত্রীসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে ছেলে শামীম মিয়া বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগে জানা যায়, গত ১৩ আগস্ট বিকাল সাড়ে ৫টার দিকে দাউদপুর আগাবরগাছা গ্রামের মৃত হায়দার আলীর ছেলে আলম বেপারীর বসতবাড়িতে একদল সন্ত্রাসী হামলা চালায়।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন- মো. ফুল মিয়া (৪৮), মো. হাবিবুর রহমান (৩৫), মো. রুবেল মিয়া, মো. আব্দুল কুদ্দুস মোল্লা (৫৮), মো. আ. মোমিন (৪০), মোছা. সেলিনা (৪৫), মোছা. সেতু খাতুন (২৫), মোছা. রেখা খাতুন (৩৬)। এছাড়াও আরও অজ্ঞাত ৮/১০ জন সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তি এ হামলায় অংশ নেন।
অভিযোগে উল্লেখ করা হয়, আসামিরা রামদা, চাইনিজ কুড়াল, ছোরা, হকিস্টিক ও লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি হামলা চালায়। এতে আলম বেপারীর বোন জোসনা বেগমের মাথায় রামদার কোপ পড়ে গুরুতর জখম হয়। ছেলে শামীম মিয়ার মাথায় চাইনিজ কুড়ালের আঘাত লেগে খুলি পর্যন্ত কেটে যায়। ভাই জুয়েল হোসেন ও স্ত্রীও গুরুতর আহত হন।
এসময় হামলাকারীরা বাগানের প্রায় ৩৫টি বড় সাইজের মেহগনি গাছ কেটে প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধন করে। আহতদের প্রথমে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে শামীম মিয়ার অবস্থা অবনতি হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় আলম বেপারী ১৪ আগস্ট সোনাতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজকালের খবর/বিএস