সোনাতলায় বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা প্রশাসক
সোনাতলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১১:২৭ পিএম
বগুড়ার সোনাতলা  উপজেলা পরিদর্শন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। মঙ্গলবার  (১৯ আগস্ট) বেলা ১১ টায়  তিনি বালুয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় উপস্থিত  ছিলেন সহকারী কমিশনার তাওয়ার তানজামুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক, সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী, সিএ মামুনুর রশিদ, বালুয়া ইউনিয়ন ভূমি উপসহকারি কর্মকর্তা আবুল হোসেন। 

সোনাতলা পৌরসভার ১৯-২১ আগস্ট ২০২৫,  ৩ (তিন) দিন  ব্যাপি পৌর কর মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক  হোসনা আফরোজা, উদ্বোধন শেষে পৌরসভার পুনঃনির্মিত সভা কক্ষ ও প্রশাসক,মেয়রের কক্ষ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে জেলা প্রশাসক মহোদয় অত্র পৌরসভার সার্বিক  বিষয়ে ও উন্নয়ন কাজের বিষয়ে সু -পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান হাবিব রাজা, পৌর বিএনপি সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ আহসানুল মোমেনীন সোহেল, পৌরসভার সহকারী প্রকৌশলী আবু শাহিন, পৌরসভার প্রধান সহকারী রুহুল আমিন রাজু, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদসহ পৌরসভার কর্মকর্তা ও রাজনীতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি সোনাতলা  থানা পরিদর্শন করেন।

বেলা ২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার উদ্যোগে আয়োজিত, উপজেলা
নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে   প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  জেলা প্রশাসক হোসনা আফরোজা  পল্লী সঞ্চয় ব্যাংকের ঋণ বিতরণ, ঢেউটিন, শুকনা খাবার, সেলাই মেশিন, স্প্রে মেশিন বিতরণ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক হোসনা আফরোজা তার বক্তব্যে বলেন- সমাজ থেকে যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর অপরাধ ও মাদক সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে। যৌতুক একটি সামাজিক অভিশাপ। নারী নির্যাতনের বিরুদ্ধে আমাদেরকে কঠোর অবস্থান নিতে হবে। তিনি আরো বলেন, বাল্যবিবাহ আমাদের সমাজে এখনও একটি বড় সমস্যা। অল্প বয়সে মেয়েদের বিয়ে দিলে তারা স্বাস্থ্যঝুঁকিতে পড়ে এবং শিক্ষা থেকে বঞ্চিত হয়। সন্তান জন্মের পর তারা নানা শারীরিক ও মানসিক সমস্যার শিকার হয়, যা একটি সুস্থ জাতি গঠনে বড় অন্তরায়। এজন্য বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। কিশোর অপরাধ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিপথগামী করছে। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক, সমাজপতি ও জনপ্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি শুধু একজন মানুষকেই ধ্বংস করে না, তার পরিবার ও সমাজকেও অশান্ত করে তোলে। তাই মাদকের বিরুদ্ধে সমাজকেও অশান্ত করে তোলে। তাই মাদকের বিরুদ্ধে কোনো প্রকার আপস করা যাবে না। প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, অভিভাবক-সবাইকে মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধ হতে হবে।" পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ইব্রাহিম আলী জানান, ৫০ জন সদস্যকে মোট ২৯ লাখ ৯০ হাজার টাকার ঋণ সরল সুদে বিতরণ করা হয়েছে।

বিকেল ৩টায় জেলা প্রশাসক হরিখালি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন, মধুপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায়দের মাঝে শুকনা খাবার বিতরণ করেন। পরে মধুপুর ইউনিয়ন পরিষদে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় ৩৮৮ জন সুবিধাভোগীর মাঝে চাল ও কার্ড বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, মহিলা বিষয়ক কর্মকর্তা মাঈনুল হক, সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন  মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম, জোরগাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
২৪ লাখ ৬৭ হাজার কলিং ভিসার কোটা খুলেছে মালয়েশিয়া
গাকৃবিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত
বাউবিতে হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন
অধ্যক্ষের দুর্নীতি-অনিয়ম-অসদাচরণ তদন্তে মাউশি
আলোচনায় জেলেনস্কিকে আরও নমনীয় হতে হবে: ট্রাম্প
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এ প্রজন্মের জনপ্রিয় গীতিকার কৃষিবিদ হাবিবুর রহমান
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক
হাইকমিশনার মিজ আদিবা ইসলামের সঙ্গে জালালাবাদ এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময়
তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি আগামীকাল
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft