প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৮:০৭ পিএম

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে পাংশা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদের উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইবাদত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম, ফায়ার সার্ভিসের প্রতিনিধি বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস স্টেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে গ্যাস ও জ্বালানি তেলের আগুন নেভানোর পদ্ধতি, বসতঘরের আগুন নেভানোর কৌশল, ভূমিকম্পের সময় করণীয় ও হতাহতদের উদ্ধারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কৌশল প্রদর্শন করা হয়।
এ সময় পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন বলেন, ১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদযাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই প্রতিবছর এই দিবসটি পালন হয়ে আসছে।
আজকালের খবর/ওআর