
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহিত রিপোর্ট নাও বিডি ওয়েব সাইট নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) রাজারহাট উপজেলায় লাইট হাউজে এর আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইট নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান।
এছাড়া লাইট হাউজের প্রকল্প সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম লিংকন, লাইট হাউজের উপ-পরিচালক মো. সাদিক আল হায়াত, রাজারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা আবু তাহের, উপজেলা মৎস কর্মকর্তা, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান তিনি তার বক্তব্যে বলেন দুর্যোগকালীন সময়ে লাইট হাউজ এর রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইটের যে গুরুত্ব তা আমাদের বন্যা এবং বিভিন্ন দূর্যোগ মোকাবেলায় কাজে আসতে পারে। কারণ, রিপোর্ট নাউ বিডির সঙ্গে জড়িত স্বেচ্ছাসেবক এবং সাংবাদিকগণ কোথায় কি সমস্যা ঘটতে পারে বা হচ্ছে সে সম্পর্কে আগেই তথ্য সরবরাহ করতে পারবে এবং আমাদের কাছে যে কোনো ধরনের তথ্য আসলে সে সব সূত্র ধরেই প্রশাসন সজাগ হয়ে দুর্যোগ এলাকায় কাজ করতে পারে। এই রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইটে একটি নতুন উদ্দ্যেগ যা লাইট হাউজ এর মাধ্যমে কুড়িগ্রাম জেলায় বাস্তবায়িত হচ্ছে, এজন্য লাইট হাউজ কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ জানান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যে দায়িত্ব ও কর্তব্য আছে সে বিষয়ে বক্তব্য প্রদান করেন এবং সকলকে নিজ নিজ অবস্থান থেকে নিজেদের দ্বায়িত্ব পালনের জন্য অনুরোধ করেন।
অফিসার ইনচার্জ মো. নাজমুল আলম লিংকন বলেন, যে কোনো দুর্যোগ আমাদের বাংলাদেশের জন্য দুর্ভোগ বয়ে আনে বিশেষ করে কুড়িগ্রামেতো আরও বেশি, তাই আমাদের নিজেদের সচেতন হতে হবে এবং দুর্যোগ প্রবন এলাকার মানুষকে সচেতন করতে হবে। লাইট হাউজ যে কাজটি করছে তাতে করে এলাকার মানুষ সচেতন হতে পারবে বলে আমি মনে করি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা আবু তাহের তিনি তার বক্তব্যে বলেন, যে কোনো দুর্যোগ হলে আমরা তা সার্বক্ষণিক মোকাবেলা করতে প্রস্তুত আছি। আমাদের কাছে সঠিক তথ্য আসার সাথে সাথে স্পটে চলে যাই। লাইট হাউজ যে কাজটি করছে তাদের সাধুবাদ জানাই।
অনুষ্ঠানে রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইটটিতে কিভাবে কাজ করতে হবে, এটি গুরুত্ব কি, স্বেচ্ছাসেবক এবং সাংবাদিকগণ কিভাবে রিপোর্ট করবেন এসব বিষয়ে বিস্তারিত সেশন প্রদান করেন লাইট হাউজের উপ-পরিচালক মো. সাদিক আল হায়াত।
লাইট হাউজ এবং প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রকল্প সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলমের অ্যাডভোকেসি সভায় আরও উপস্থিত ছিলেন- রাজারহাট উপজেলার সরকারী অফিসের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং লাইট হাউজ কর্তৃক দুর্যোগকালীন এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্ত নারী ও কিশোরী, লাইট হাউজের উপজেলা কোঅর্ডিনেটর মো. রিপকন আলী, ফাইন্যান্স এ্যাসিসটেন্ট জেনেফার জান্নাত প্রমুখ।
আজকালের খবর/ওআর