প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৪:৩৯ পিএম

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী অফিসার ইমরানুজ্জামান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রওশন কবিব, উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) মীর হাসান আল বান্না, উপজেলা মৎস্য অফিসার মামুনুর রশিদ, কৃষি সম্প্রসারণ অফিসার মাহমুদুল হক, সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম।
আলোচনায় বক্তারা দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগ প্রশমনে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্যোগের ক্ষতি হ্রাসের আহ্বান জানান।
আজকালের খবর/ওআর