প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৫৯ পিএম

সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকদের যৌক্তিক দাবির প্রতি সংহতি জানিয়ে এবং ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও নির্যাতনের প্রতিবাদে কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ করেছে গাজীপুরের পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকরা।
সোমবার (১৩ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে শিক্ষক পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মবিরতি চলাকালীন অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যাপক জিয়াউদ্দিন আহমদ।
সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, অধ্যাপক মোখলেছুর রহমান, অধ্যাপক ফাইজুল ইসলাম, অধ্যাপক মাসুদুর রহমান, অধ্যাপিকা মাহমুদা সুলতানা প্রমুখ।
বক্তারা বলেন, দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছেন। মূল বেতনের ২০ শতাংশ বাড়ানো, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকায় উন্নীত করা এবং শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনে নামা শিক্ষকদের ওপর পুলিশের হামলা শিক্ষা সম্প্রদায়ের জন্য অপমানজনক ও অগ্রহণযোগ্য।
তারা অবিলম্বে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় দোষীদের শাস্তি ও আন্দোলনরত শিক্ষকদের যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
আজকালের খবর/ওআর