সোমবার ১৩ অক্টোবর ২০২৫
আগামী সংসদ নির্বাচন নিয়ে চলছে ষড়যন্ত্রের পায়তারা
এ.এইচ.এম শামিম রহমান (জন) পাংশা, রাজবাড়ী
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৭:৫১ পিএম
রাজবাড়ী জেলা বিএনপির ২ বারের সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী ২ আসনের মনোনয়ন প্রত্যাশী হারুন আর-রশিদ হারুন বলেছেন, স্বৈরাচার ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে গেলেও আগামী সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

আজ রবিবার দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন হারুন আর-রশিদ (হারুন)

তিনি আরও বলেন, সাংবাদিক সমাজের দর্পণ। আমরা চাই আপনারা সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করবেন। বিগত সরকার (আওয়ামী লীগ) যেভাবে সাংবাদিকের ওপর হামলা, মামলা ও কলম বন্ধ করে রেখেছিলো, আমরা তা চাই না। আমরা চাই সাংবাদিকরা তাদের পূর্ণ স্বাধীনতা নিয়ে সংবাদ প্রকাশ করবেন।

তিনি আরও বলেন, বিএনপি বড় দল। এখানে প্রতিযোগিতা থাকবেই। তাই বলে আমরা নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি করবো না। আগামী নির্বাচনে দল যাকেই মনোনয়ন দেবে আমরা সবাই এক হয়ে ধানের শীষ  প্রতীককে বিজয়ী করতে তার পক্ষেই কাজ করব।

পাংশা পৌর বিএনপির সভাপতি বাহারাম হোসেন সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক  ভিপি  চাঁদ আলী খান (চাঁদ) ভাই। 

এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শাহবুদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুলসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ঢাকায় আসছেন জাকির নায়েক
ইতালি পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
খুলনায় লটারির মাধ্যমে ১৫ জন এসি ল্যান্ডের পদায়ন
গাজীপুর সিটিতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
বিচারকদেরও জবাবদিহিতা থাকা উচিত: ট্রাইব্যুনালের অভিমত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান পেছাল
চট্টগ্রামে কনসার্টে গোলাগুলি, একজন গুলিবিদ্ধ
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে এলোপাতাড়ি গুলিতে ৪ জন নিহত
ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ
ইতালির উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft