প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৮:৩৬ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি ও তিনটি গুলির খোসা উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক টিম ক্যাম্প-১৮ এর এম ব্লক এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) মো. রিয়াজ আহমেদ, পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মরা পাহাড়ের নিচে রাস্তার ওপর কয়েকজন দুষ্কৃতিকারী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবস্থান করছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি একনলা বন্দুক, ২ রাউন্ড গুলি ও ৩টি গুলির খোসা উদ্ধার করা হয়।
অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ আহমেদ আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আমাদের টহল ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ৮ এপিবিএন সব সময় তৎপর থাকবে।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।
আজকালের খবর/ওআর